মেহেরপুর প্রতিনিধি
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
নির্বাচন কমিশনার আহসান হাবীব খাঁন বলেছেন, ‘শুধু হাতে-পায়ে ধরতে বাকি ছিল, তাপরও বিএনপি নির্বাচনে আসেনি। বিএনপি তো আমাদের স্বীকারই করে না।’
আজ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আহসান হাবীব খাঁন বলেন, ‘আমার বাড়িতে অনুষ্ঠান আমরা শুধু দাওয়াত দিতে পারি। এখন যদি সে দাওয়াতে কেউ না আসে তাহলে আমাদের কী করার আছে।’
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সরকার কোন বৈদেশিক চাপে আছি কি না আমরা জানি না। অর্থনৈতিক চাপও আমি বুঝি না। আমি তো আর অর্থনীতির ছাত্র নই। তবে, নির্বাচনে কোনো চাপ নেই। এ কথা বলতে পারি, স্মরণকালের সেরা নির্বাচন করব। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে। এখানে যে প্রার্থীই হোক, আচরণবিধি লঙ্ঘন করলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সাংবাদিকদের উদ্দেশে আহসান হাবীব খাঁন বলেন, ‘আপনারা সাদাকে সাদা, আর কালোকে কালো বলবেন। আমরা নির্বাচনের মাঠে সঠিক বিষয়টি তুলে আনতে চাই। আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সরকারও তা চায়। এ জন্য কাজটি আমাদের জন্য সহজ হয়ে গেছে। তবে সরকার না চাইলেও আমরা একই কাজ করতাম।’
বিদেশি পর্যবেক্ষক নিয়ে এ নির্বাচন কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত কারা আবেদন করেছেন, তার সম্পূর্ণ কোনো তালিকা আমার জানা নেই।’
এর আগে তিনি প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা, মেহেরপুর জেলা পুলিশ সুপার এস এম নাজমুল হক, চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ দুই জেলার নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে