খুবি প্রতিনিধি
কক্সবাজারে বন কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।
ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন–ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।
এ সময় বক্তারা বলেন, চাকরির শুরু থেকেই নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাতে পিছপা হতেন না তিনি। উখিয়ায় মাত্র কয়েক মাসের পোস্টিংয়ে কয়েক ডজন মাটিভর্তি ডাম্পার জব্দ করেন। সে জন্যই হয়তো তাকে হত্যার পরিকল্পনা করে পাহাড় খেকো চক্র।
বক্তারা সজল হত্যার বিচারের পাশাপাশি পাহাড় খেকো চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। বন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি উঠে আসে মানববন্ধন থেকে।
সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উখিয়ার হরিণমারা এলাকায় তাকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করেছে পাহাড় খেকো দুর্বৃত্তরা। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন। আমরা অতি দ্রুত খুনিদের সঠিক বিচার চাই। পাশাপাশি বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’
এর আগে গত শনিবার গভীর রাতে কক্সবাজারের উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে মোটরসাইকেলে করে বনের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
কক্সবাজারে বন কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্লাবের শতাধিক সদস্য অংশগ্রহণ করে।
ক্লাবের সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন–ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. রুমানা রানা, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম ফিরোজ, ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক ড. নাজমুস সাদাত এবং সহযোগী অধ্যাপক মোহাম্মদ রকিবুল হাসান সিদ্দিকী।
এ সময় বক্তারা বলেন, চাকরির শুরু থেকেই নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল। জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাতে পিছপা হতেন না তিনি। উখিয়ায় মাত্র কয়েক মাসের পোস্টিংয়ে কয়েক ডজন মাটিভর্তি ডাম্পার জব্দ করেন। সে জন্যই হয়তো তাকে হত্যার পরিকল্পনা করে পাহাড় খেকো চক্র।
বক্তারা সজল হত্যার বিচারের পাশাপাশি পাহাড় খেকো চক্রের মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। বন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি উঠে আসে মানববন্ধন থেকে।
সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল হক বলেন, ‘বন বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজলের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। উখিয়ার হরিণমারা এলাকায় তাকে ডাম্পার চাপা দিয়ে হত্যা করেছে পাহাড় খেকো দুর্বৃত্তরা। এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন। আমরা অতি দ্রুত খুনিদের সঠিক বিচার চাই। পাশাপাশি বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাই।’
এর আগে গত শনিবার গভীর রাতে কক্সবাজারের উখিয়ার হরিণমারা এলাকায় পাহাড় কেটে ডাম্প ট্রাকে করে মাটি পাচার করছিল একদল দুর্বৃত্ত। খবর পেয়ে মোটরসাইকেলে করে বনের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান সজল ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পাহাড় কেটে মাটি পাচার কাজে ব্যবহৃত একটি ডাম্পার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে