বেনাপোল (যশোর) প্রতিনিধি
দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি। ইতিমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিকটন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি। ফ্যামেলি কার্ডধারীরা বাজার মূল্যের অর্ধেকের কম দামে কিনতে পারবে এই ডাল। প্রতি কেজি ডাল আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও সরকার ৭০ টাকা ভর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে।
কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষেরা। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
গতকাল রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। মঙ্গলবারের মধ্যে এসব ডাল বন্দর থেকে ছাড় হয়ে যাবে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।
বাণিজ্যিক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ১ কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের পয়লা আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি। নানান প্রতিকূলতার মধ্যেও এ কার্যক্রম এখনো চালু রয়েছে। কার্ডধারী প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি, ৩৫ টাকা মূল্যে ২ কেজি পেঁয়াজ, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে। মসুরের ডালের জোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮টি ভারতীয় ট্রাকে ১ হাজার মেট্রিকটন ডাল আমদানি হয়।
প্রতি কেজি ডালের আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও ৭০ টাকা ভর্তুকি দিয়ে এসব মসুরের ডাল ফ্যামেলি কার্ডের মাধ্যমে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে সরকার। এদিকে স্থানীয় বাজারে প্রতি কেজি মসুরের ডাল ১৪০, চিনি ১৬০, সয়াবিন লিটার ১৫০ ও পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দ্রব মূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে অর্ধেকর কম মূল্যে টিসিবির কাছ থেকে কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা।
ফ্যামিলি কার্ডধারী নারী, পুরুষেরা জানান, বাজারে দ্রব মূল্যের দাম আকাশ ছোঁয়া। চাহিদা মতো কিনতে পারি না। সরকারের কাছ থেকে কার্ড পেয় কম দামে চাল, ডাল, তেল কিনতে পারায় অনেক উপকার হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পণ্য অনেকে উপকার হচ্ছে।
টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান জানান, এবার ৫ হাজার মেট্রিকটন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানি করা টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।
এর আগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিকটন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিকটন ডাল আমদানি হয়েছে বলেও জানান এ প্রতিনিধি।
দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্ন আয়ের মানুষের স্বস্তি দিতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি। ইতিমধ্যে বেনাপোল বন্দর দিয়ে ২৮টি ট্রাকে ভারত থেকে ১ হাজার মেট্রিকটন মসুরের ডাল আমদানি করেছে টিসিবি। ফ্যামেলি কার্ডধারীরা বাজার মূল্যের অর্ধেকের কম দামে কিনতে পারবে এই ডাল। প্রতি কেজি ডাল আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও সরকার ৭০ টাকা ভর্তুকি দিয়ে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে।
কম দামে টিসিবির পণ্য পাওয়ার খবরে অনেকটা স্বস্তির কথা জানিয়েছেন ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের মানুষেরা। দ্রুত যাতে ডালের চালান বন্দর থেকে ছাড় হয় সব ধরনের সহযোগিতা করছে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ।
গতকাল রোববার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মসুরের ডালবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। মঙ্গলবারের মধ্যে এসব ডাল বন্দর থেকে ছাড় হয়ে যাবে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।
বাণিজ্যিক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের ১ কোটি এক লাখ পরিবারের কাছে সাশ্রয়ী মূল্যে ২০২২ সালের পয়লা আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টিসিবি। নানান প্রতিকূলতার মধ্যেও এ কার্যক্রম এখনো চালু রয়েছে। কার্ডধারী প্রত্যেক পরিবার ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৭০ টাকা দরে এক কেজি চিনি, ৩৫ টাকা মূল্যে ২ কেজি পেঁয়াজ, ১০০ টাকা লিটার দরে ২ লিটার সয়াবিন ও ৩০ টাকা দরে ৫ কেজি চাল কিনতে পারবে। মসুরের ডালের জোগান দিতে সরকার এবার ৫ হাজার মেট্রিক টন ডাল ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রোববার ২৮টি ভারতীয় ট্রাকে ১ হাজার মেট্রিকটন ডাল আমদানি হয়।
প্রতি কেজি ডালের আমদানি খরচ ১৩০ টাকা পড়লেও ৭০ টাকা ভর্তুকি দিয়ে এসব মসুরের ডাল ফ্যামেলি কার্ডের মাধ্যমে মাত্র ৬০ টাকায় বিক্রি করবে সরকার। এদিকে স্থানীয় বাজারে প্রতি কেজি মসুরের ডাল ১৪০, চিনি ১৬০, সয়াবিন লিটার ১৫০ ও পেঁয়াজ ৯০ টাকায় বিক্রি হচ্ছে। দ্রব মূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে অর্ধেকর কম মূল্যে টিসিবির কাছ থেকে কেনার সুযোগে সন্তোষ প্রকাশ করেছেন নিম্ন আয়ের মানুষেরা।
ফ্যামিলি কার্ডধারী নারী, পুরুষেরা জানান, বাজারে দ্রব মূল্যের দাম আকাশ ছোঁয়া। চাহিদা মতো কিনতে পারি না। সরকারের কাছ থেকে কার্ড পেয় কম দামে চাল, ডাল, তেল কিনতে পারায় অনেক উপকার হচ্ছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সুলতান মাহামুদ বিপুল জানান, টিসিবির পণ্য আমদানি স্বাভাবিক রয়েছে। দ্রব মূল্যের ঊর্ধ্বগতির বাজারে টিসিবির কাছ থেকে কম দামে নিত্য পণ্য অনেকে উপকার হচ্ছে।
টিসিবির ডাল সরবরাহকারী ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি আজিজুর রহমান জানান, এবার ৫ হাজার মেট্রিকটন ডাল আসবে। বেনাপোল বন্দর থেকে আমদানি করা টিসিবির ডাল ছাড় করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন টিসিবির গোডায়নে।
এর আগে বেনাপোল বন্দর দিয়ে টিসিবির ৮ হাজার মেট্রিকটন মসুরের ডাল ও ৫ হাজার ২০০ মেট্রিকটন ডাল আমদানি হয়েছে বলেও জানান এ প্রতিনিধি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে