Ajker Patrika

ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহ (খুলনা) প্রতিনিধি
ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঝিনাইদহের শৈলকুপার উপজেলার মাইলমারী গ্রামে জোড়া খুনের মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি শৈলকুপা উপজেলার মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্বশত্রুতার জের ধরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর শ্মশান ঘাটে কুপিয়ে ও জবাই করে হত্যা করে। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে শৈলকুপায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মামলার আসামি আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাব মেম্বার ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। এ ছাড়া ৫ হাজার টাকা অর্থদণ্ডে (অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ডে) দণ্ডিত করা হয়। এ মামলায় ৫ জনের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছেন। 
 
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী ইসমাইল হোসেন। আসামি পক্ষের মামলাটি পরিচালনা করেন আইনজীবী কামরুল আবেদিন শাহিন। 

আসামিদের আইনজীবী বলেন, এ রায়ে আমরা খুশি না। ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত