খুলনা প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক মো. সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশে ৪৪ ছাত্রের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটি। এদের মধ্যে পূর্বে সাময়িক বহিষ্কার হওয়া কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজানসহ ৯ জন রয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও তথ্য মো. রবিউল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। গতকাল বুধবার রাতে মেইলে এবং আজ বৃহস্পতিবার ডাকযোগে তাঁদের ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। এতে আগামী ৩ জানুয়ারির মধ্যে নোটিশের তাদের উত্তর দিতে বলা হয়েছে।
গত ৩০ নভেম্বর দুপুরে ক্যাম্পাস থেকে বাড়ি ফিরে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রভোস্ট মো. সেলিম হোসেন। এই ঘটনা তদন্তে গত ৩ ডিসেম্বর গঠিত কমিটি গত মঙ্গলবার রিপোর্ট দিয়েছে। রিপোর্টে কিছু ছাত্র শৃঙ্খলা ভঙ্গ করেছে বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় বলে দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে। সেই সুপারিশের অংশ হিসেবে এই শোকজ নোটিশ দেওয়া হলো।
এ ঘটনায় শিক্ষক এবং সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও দোষীদের শাস্তির দাবি করে ক্যাম্পাসে অবস্থান, শোক র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষক মৃত্যুর ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ ও অন্যান্য তথ্যাদি পর্যালোচনা করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়ায় গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশৃংখলা ও আচরণবিধির আলোকে অসদাচরণের আওতায় সিন্ডিকেট ৯ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।
সাময়িক বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন, কুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সিএসই বিভাগের শিক্ষার্থী সাদমান নাহিয়ান সেজান ও মো. রিয়াজ খান নিলয়, সিই বিভাগের শিক্ষার্থী মো. তাহামিদুল হক ইশরাক, মাহমুদুল হাসান, মো. রিয়াজ খান নিলয়, এলই বিভাগের শিক্ষার্থী মো. সাদমান সাকিব ও আ. স. ম. রাগিব আহসান মুন্না, এমই বিভাগের শিক্ষার্থী মোহাম্মাদ কামরুজ্জামান, ফয়সাল আহমেদ রিফাত ও মো. নাইমুর রহমান অন্তু।
অপরদিকে গত ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত গৃহীত হয় সিন্ডিকেট সভায়। পরবর্তীতে ১২ ডিসেম্বর সিন্ডিকেটের আরও একটি সভায় ছুটি বাড়িয়ে ২৩ ডিসেম্বর করা হয়। সর্বশেষ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ জানুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম চালু হবে এবং ৭ জানুয়ারি হল খুলবে।
আরও পড়ুন:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে