মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাগেরহাটের মোল্লাহাটে গত চার দিনের টানা বৃষ্টিতে বোরো মৌসুমে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলার ১৫ হেক্টর জমির বোরো বীজতলা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে ২৫৯ হেক্টর জমিতে কৃষকেরা বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে ১৫ হেক্টর জমির বীজতলা পানির নিচে তলিয়ে ক্ষতি গ্রস্ত হয়েছে। এ ছাড়া শীতকালীন সবজি ২৫ হেক্টর, খেসারি ২০ হেক্টর, সরিষা ১৫ হেক্টর, মসুর ৫ হেক্টর, মরিচ ৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে উপজেলার কৃষকেরা। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
উপজেলার কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের কৃষক আরোজ মোল্লা বলেন, চলতি বোরো মৌসুমি ৩০ প্যাকেট ধানবীজ পাতিয়েছি। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা ৪ দিনের বৃষ্টিতে আমার সব বীজতলা পানিতে তলিয়ে গেছে। আমি প্রতি বছর ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করে থাকি। এখন যদি বীজতলা নষ্ট হয়ে যায় তাহলে এ বছর আমার আর ধান চাষ করা হবে না।
একই এলাকার কুলিয়া গ্রামের কৃষক কামাল শেখ বলেন, ‘আমি এবার ১০ বিঘা জমি চাষের জন্য ২৮ প্যাকেট ধানবীজ পাতিয়েছি। কেবল এক সপ্তাহ বয়স হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে টানা বৃষ্টিতে সব বীজতলা এখন পানির তলে। এমন অবস্থায় নতুন করে যে আবার বীজতলা পাতাব, তারও সময় নেই। এখন আমি খুব দুশ্চিন্তায় পড়েছি কীভাবে জমি চাষ করব।'
উপজেলার দারিয়ালা গ্রামের কৃষক শাহাজান মোল্লা বলেন, ‘এ বছর বোরো মৌসুমে ১৫ প্যাকেট ধানবীজ ও খেসারি বপন করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে সব এখন পানির নিচে। বীজতলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এ বছর আর ধান লাগানো হবে না। আমার বেশির ভাগ জমি ইজারা নিয়ে চাষাবাদ করা। প্রতিবছর ধান বিক্রি করে ইজারার টাকা পরিশোধ করি, সেটাও পরিশোধ করতে পারব না।'
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা চার দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে খেত থেকে দ্রুত পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমবে। এরপর ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। কৃষকদের দ্রুত খেত থেকে পানি সরানো এবং এই মুহূর্তে নতুন করে বীজ না পাতানোর জন্য পরামর্শ দেন তিনি।
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাগেরহাটের মোল্লাহাটে গত চার দিনের টানা বৃষ্টিতে বোরো মৌসুমে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টিতে উপজেলার ১৫ হেক্টর জমির বোরো বীজতলা পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়, চলতি বছর বোরো মৌসুমে ২৫৯ হেক্টর জমিতে কৃষকেরা বীজতলা তৈরি করেছিলেন। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে ১৫ হেক্টর জমির বীজতলা পানির নিচে তলিয়ে ক্ষতি গ্রস্ত হয়েছে। এ ছাড়া শীতকালীন সবজি ২৫ হেক্টর, খেসারি ২০ হেক্টর, সরিষা ১৫ হেক্টর, মসুর ৫ হেক্টর, মরিচ ৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছে উপজেলার কৃষকেরা। তবে প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
উপজেলার কুলিয়া ইউনিয়নের বেদবাড়িয়া গ্রামের কৃষক আরোজ মোল্লা বলেন, চলতি বোরো মৌসুমি ৩০ প্যাকেট ধানবীজ পাতিয়েছি। কিন্তু ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা ৪ দিনের বৃষ্টিতে আমার সব বীজতলা পানিতে তলিয়ে গেছে। আমি প্রতি বছর ১২ বিঘা জমিতে বোরো ধানের চাষ করে থাকি। এখন যদি বীজতলা নষ্ট হয়ে যায় তাহলে এ বছর আমার আর ধান চাষ করা হবে না।
একই এলাকার কুলিয়া গ্রামের কৃষক কামাল শেখ বলেন, ‘আমি এবার ১০ বিঘা জমি চাষের জন্য ২৮ প্যাকেট ধানবীজ পাতিয়েছি। কেবল এক সপ্তাহ বয়স হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে টানা বৃষ্টিতে সব বীজতলা এখন পানির তলে। এমন অবস্থায় নতুন করে যে আবার বীজতলা পাতাব, তারও সময় নেই। এখন আমি খুব দুশ্চিন্তায় পড়েছি কীভাবে জমি চাষ করব।'
উপজেলার দারিয়ালা গ্রামের কৃষক শাহাজান মোল্লা বলেন, ‘এ বছর বোরো মৌসুমে ১৫ প্যাকেট ধানবীজ ও খেসারি বপন করেছিলাম। কিন্তু বৃষ্টির কারণে সব এখন পানির নিচে। বীজতলা যদি নষ্ট হয়ে যায়, তাহলে এ বছর আর ধান লাগানো হবে না। আমার বেশির ভাগ জমি ইজারা নিয়ে চাষাবাদ করা। প্রতিবছর ধান বিক্রি করে ইজারার টাকা পরিশোধ করি, সেটাও পরিশোধ করতে পারব না।'
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনিমেষ বালা জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা চার দিনের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে দ্রুত আবহাওয়া ভালো হলে খেত থেকে দ্রুত পানি সরে গেলে ক্ষতির পরিমাণ কমবে। এরপর ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে। কৃষকদের দ্রুত খেত থেকে পানি সরানো এবং এই মুহূর্তে নতুন করে বীজ না পাতানোর জন্য পরামর্শ দেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৯ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৯ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৯ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৯ দিন আগে