খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত বাড়ছে। এতে আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত দুই মাসে অন্তত তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ে আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ের শিকার হয়েছেন। ফলে জলাতঙ্ক ও রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
সম্প্রতি ক্যাফেটেরিয়ায় আড্ডার সময় কুকুরের আক্রমণের শিকার হন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রিফাত। তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি কুকুর আচমকা আমার পায়ে কামড়ে দেয়। রক্তপাত শুরু হয়। পরে বন্ধুদের সহায়তায় মেডিকেলে যাই। চিকিৎসক রেবিস ভ্যাকসিন নিতে বলেন।’
অপরাজিতা হলের শিক্ষার্থী পুষ্পিতা পূজা বলেন, ‘টিউশন শেষে রাতে হলে ফিরতে হয়। পথে কুকুর দেখে ভয় লাগে। মাঝে মাঝে কুকুর তেড়ে আসে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’
কুকুরে কামড়ের পর করণীয় সম্পর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী মেডিকেল অফিসার ডা. আরিশমা দেবনাথ বলেন, ‘সব কুকুরের শরীরে রেবিস ভাইরাস থাকে না, তবে কামড়ালে ঝুঁকি থাকে। আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে সরকারি হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিতে হবে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘আমরা সমস্যাটি জানি। সিটি করপোরেশনের সহায়তায় কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতে রিট থাকায় তা বাস্তবায়ন করা যায়নি। এখন কুকুরদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।’
খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসে বেওয়ারিশ কুকুরের উৎপাত বাড়ছে। এতে আতঙ্কে রয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। গত দুই মাসে অন্তত তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ে আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা—বিশেষ করে ক্যাফেটেরিয়া, অদম্য বাংলা, কটকা, লেকসাইড ওয়াকওয়ে, ছাত্রী হল রোড, খাজা গেট এলাকায় দলবদ্ধভাবে ঘোরাফেরা করছে কুকুর। এতে এসব স্থানে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানান শিক্ষক-শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিস সূত্রে জানা গেছে, গত দুই মাসে তিনজন শিক্ষার্থী কুকুরের কামড়ের শিকার হয়েছেন। ফলে জলাতঙ্ক ও রেবিস ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও বাড়ছে।
সম্প্রতি ক্যাফেটেরিয়ায় আড্ডার সময় কুকুরের আক্রমণের শিকার হন অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী রিফাত। তিনি বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই একটি কুকুর আচমকা আমার পায়ে কামড়ে দেয়। রক্তপাত শুরু হয়। পরে বন্ধুদের সহায়তায় মেডিকেলে যাই। চিকিৎসক রেবিস ভ্যাকসিন নিতে বলেন।’
অপরাজিতা হলের শিক্ষার্থী পুষ্পিতা পূজা বলেন, ‘টিউশন শেষে রাতে হলে ফিরতে হয়। পথে কুকুর দেখে ভয় লাগে। মাঝে মাঝে কুকুর তেড়ে আসে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’
কুকুরে কামড়ের পর করণীয় সম্পর্কে খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী মেডিকেল অফিসার ডা. আরিশমা দেবনাথ বলেন, ‘সব কুকুরের শরীরে রেবিস ভাইরাস থাকে না, তবে কামড়ালে ঝুঁকি থাকে। আক্রান্ত হলে দ্রুত ক্ষতস্থান পরিষ্কার করে সরকারি হাসপাতালে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন নিতে হবে।’
এদিকে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের কোনো উদ্যোগ নেই। ফলে প্রতিনিয়ত বাড়ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘আমরা সমস্যাটি জানি। সিটি করপোরেশনের সহায়তায় কুকুর নিধনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতে রিট থাকায় তা বাস্তবায়ন করা যায়নি। এখন কুকুরদের ভ্যাকসিনেশনের উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে