Ajker Patrika

সর্বোচ্চ শনাক্তের দিনে খুলনা বিভাগে মৃত্যু ছাড়াল ১ হাজার

প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২১, ১৫: ৫৮
সর্বোচ্চ শনাক্তের দিনে খুলনা বিভাগে মৃত্যু ছাড়াল ১ হাজার

খুলনা: করোনায় খুলনা বিভাগে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩০ জন। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জনের। এটিই খুলনা বিভাগে এক দিনে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড। 

এ পর্যন্ত খুলনা বিভাগে করোনায় মোট মারা গেছেন ১ হাজার ১১ জন। আর মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৬৩১ জনে। 

গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ১৬৩ টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। এ ছাড়া খুলনায় ছয়জন, মেহেরপুর ও ঝিনাইদহে চারজন, চুয়াডাঙ্গা ও বাগেরহাটে দুজন এবং যশোর, সাতক্ষীরা এবং নড়াইলে একজন করে মারা গেছেন। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনায় মারা গেছেন ছয়জন। ৭৬৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তের হার ৪০ শতাংশ। এ পর্যন্ত খুলনা জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ৯৪৩ জনের। এ সময় মারা গেছেন ২৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৬১১ জন।
 
বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৩। আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২৩৩ জন। 

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩০০ এবং মারা গেছেন ৬৭। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৭৩ জন। 

গত ২৪ ঘণ্টায় বিভাগের সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে যশোরে। নতুন করে শনাক্ত হয়েছে ৪৫৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৭৭৯ জন। মোট মারা গেছেন ১৩৪ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৯ জন। 

গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৫৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮১ জন। মোট মারা গেছেন ৪১ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৬১ জন। 

মাগুরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৫০৬ জন। মোট মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ২৩৮ জন। 

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৪৩ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। মোট মারা গেছেন ৮৭ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৯৮০ জন।

এক দিনে বিভাগে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৩৫৬ জন। মোট মারা গেছেন ১৯৮ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৩৯৫ জন। 

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৮৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৬৭ জন। মোট মারা গেছেন ৮৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ১৬২ জন। 

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৬৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন এবং সুস্থ হয়েছেন ১ হাজার ১৩০ জন। 

খুলনা জেনারেল হাসপাতালের করেনা ইউনিটের মুখপাত্র করোনা ইউনিট ডাঃ কাজী আবু রাশেদ বলেন, লকডাউনের মধ্যেও খুলনায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। মানুষ সচেতন এবং স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। 

উল্লেখ্য, খুলনা বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত