খুবি প্রতিনিধি
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এরই অংশ হিসেবে প্রতিবাদে ফেটে পড়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরাও।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল, খান বাহাদুর আহছানউল্লাহ হল, খান জাহান আলী হল, হাদী চত্বর ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চাঁদা তোলে পল্টনে, টাকা যায় লন্ডনে’, ‘টনের চালে কাউয়া, তারেক জিয়া ....’, ‘সন্ত্রাসীরা উল্লাস করে, ইন্টেরিম কী করে?’ , ‘তারেক জিয়ার সৈনিক, চাঁদা তোলে দৈনিক’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান দেন। তারা বলেন, একের পর এক খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১. সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
২. অভিযুক্ত মহিন ও রবিনসহ সব খুনিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নিতে হবে।
৪. রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ করতে হবে।
৫. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আজকের এই দিন দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রসঙ্গত, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ৩ নম্বর গেটে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। এরই অংশ হিসেবে প্রতিবাদে ফেটে পড়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরাও।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হল, খান বাহাদুর আহছানউল্লাহ হল, খান জাহান আলী হল, হাদী চত্বর ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। সেখানে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চাঁদা তোলে পল্টনে, টাকা যায় লন্ডনে’, ‘টনের চালে কাউয়া, তারেক জিয়া ....’, ‘সন্ত্রাসীরা উল্লাস করে, ইন্টেরিম কী করে?’ , ‘তারেক জিয়ার সৈনিক, চাঁদা তোলে দৈনিক’ ইত্যাদি প্রতিবাদী স্লোগান দেন। তারা বলেন, একের পর এক খুন, ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনার সঠিক বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
এ সময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো:
১. সোহাগ হত্যার ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে।
২. অভিযুক্ত মহিন ও রবিনসহ সব খুনিকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
৩. চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে দেশব্যাপী কঠোর ব্যবস্থা নিতে হবে।
৪. রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ করতে হবে।
৫. ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসনিক ও রাজনৈতিক পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আজকের এই দিন দেখার জন্য কি আমরা দেশ স্বাধীন করেছিলাম? এখন প্রকাশ্যে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে আমরা মর্মাহত। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
প্রসঙ্গত, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ৩ নম্বর গেটে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে পিটিয়ে ও মাথা থেঁতলে হত্যা করা হয়। ১১ জুলাই হত্যাকাণ্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে