খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলভুক্ত ৭টি ডিসিপ্লিনের ৭ জন মেধাবী শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন স্থাপত্য ডিসিপ্লিনের শাহনাজ পারভীন ইভা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মুশফিক শাহরিয়ার শাফি, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের মো. মাহমুদুল হাসান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের মো. ইরফান হুসাইন শিকদার, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. শৈবাল হাসান খান, রসায়ন ডিসিপ্লিনের সৌরভ কুমার দাস এবং পরিসংখ্যান ডিসিপ্লিনের সাদিয়া তাবাস্সুম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের সাফল্য ও অর্জনের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় তাঁর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়। খুলনা বিশ্ববিদ্যালয় এখন নতুনভাবে যাত্রা শুরু করেছে। গত ৩৪ বছরে বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন ইতিহাসের সাক্ষী হয়েছে। আজ আমরা যে বিশ্ববিদ্যালয়টি দেখছি, তা কিন্তু প্রথম দিকে ছিল না। সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়টি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথেই রয়েছে।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে যাতে ৩ দশমিক ৭৫ সিজিপিএ ঠিক রেখে আরও অধিকসংখ্যক শিক্ষার্থীকে এই অ্যাওয়ার্ড দেওয়া যায়, সে বিষয়ে উদ্যোগ নিতে হবে। কারণ, কৃতী শিক্ষার্থীর সংখ্যা বেশি হলে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে বর্তমান প্রশাসনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান ও ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী। বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক মো. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের অধ্যাপক আহসানুল কবীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের খণ্ডকালীন শিক্ষক সুমাইয়া নাজ।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের ডিন, সংশ্লিষ্ট স্কুলভুক্ত ডিসিপ্লিনগুলোর প্রধানেরা, শিক্ষকেরা, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫