খুবি প্রতিনিধি
নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ১৭ জন শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, 'সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আজ দাবি জানাচ্ছি আর যেন সড়কে একটিও প্রাণ না ঝরে। বাংলাদেশ সরকারের নিকট অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।'
এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সবার জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনো যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপর কোনো দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।'
কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাধন মণ্ডল বলেন, 'সারা দেশব্যপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমাদের দেশের রাজপথে শিক্ষার্থীদের স্বপ্ন ঝরে যাচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত নিরসন চাই।'
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের অকাতরে প্রাণ ঝরে যায় শুধু কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে। শিক্ষার্থীরা যে ৯টি দাবি জানিয়েছে সেগুলো যৌক্তিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলছি এখন অনেক কিছু নিয়েই খেলা চলছে। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। জনসাধারণকে ক্ষিপ্ত করবেন না। আমাদের “প্রাণ”-এর দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।'
নিরাপদ সড়কের দাবি ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় ১৭ জন শিক্ষার্থী এ কর্মসূচি পালন করেছেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, 'সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে প্রতিনিয়ত সড়কে হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। এর সম্পূর্ণ দায়ভার সরকারকে নিতে হবে। আমরা আজ দাবি জানাচ্ছি আর যেন সড়কে একটিও প্রাণ না ঝরে। বাংলাদেশ সরকারের নিকট অবিলম্বে নিরাপদ সড়ক নিশ্চিত করার অনুরোধ জানাচ্ছি।'
এ সময় বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, 'খুলনা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সড়কটি সবার জন্য অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত ১৪ দিনে আমরা ৪-৫টি দুর্ঘটনা দেখতে পেয়েছি। প্রশাসন এখনো যদি কোনো ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এরপর কোনো দুর্ঘটনা ঘটলে কড়া জবাব দেওয়া হবে।'
কর্মসূচিতে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাধন মণ্ডল বলেন, 'সারা দেশব্যপী নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছে আমরাও তাদের সঙ্গে একাত্মতা পোষণ করছি। বর্তমানে আমাদের দেশের রাজপথে শিক্ষার্থীদের স্বপ্ন ঝরে যাচ্ছে। মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আমরা এর দ্রুত নিরসন চাই।'
আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'বাংলাদেশে বর্তমানে শিক্ষার্থীদের অকাতরে প্রাণ ঝরে যায় শুধু কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে। শিক্ষার্থীরা যে ৯টি দাবি জানিয়েছে সেগুলো যৌক্তিক। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলছি এখন অনেক কিছু নিয়েই খেলা চলছে। কিন্তু মানুষের জীবন নিয়ে খেলবেন না। জনসাধারণকে ক্ষিপ্ত করবেন না। আমাদের “প্রাণ”-এর দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি।'
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৩ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৩ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৩ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৩ দিন আগে