খুলনা প্রতিনিধি
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় কাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যুতের সংযোগ। এর আগে গতকাল বৃহস্পতিবার ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এলাকাগুলো হলো—সার্কিট হাউস, মুন্সীপাড়া, কাষ্টমঘাট, হাজী মুহসীন, নতুনবাজার, টুটপাড়া, দোলখোলা, বাগমারা, ডাকবাংলা ফিডারের আওতাধীন খুলনা রেলওয়ে স্টেশন, স্টেশন রোড, কালীবাড়ী, বড়বাজার, ক্লে রোড, কেসিসি ভবন, সদর হাসপাতাল, ভৈরব স্ট্যান্ড রোড, কেডি ঘোষ রোড, ডিসি অফিস, জজকোর্ট ও জজকোর্ট সংলগ্ন আবাসিক এলাকা।
নগরীর ৫ নম্বর মাছঘাট, শেরেবাংলা রোড, আপার যশোর রোড, খান জাহান আলী রোড, লোয়ার যশোর রোড, স্যার ইকবাল রোড, সিমেট্রি রোড, ধর্মসভা, মির্জাপুর, আহসান আহম্মেদ রোড, বাবু খান রোড, হাজী মুহসীন রোড, মুন্সীপাড়া ১ম, ২য় ও ৩য় গলি, ১ নম্বর ও ২ নম্বর কাস্টম ঘাট, বেড়িবাঁধ, গগন বাবু রোড, নতুন বাজার, ৭ রাস্তা, শিতলাবাড়ী, মৌলভীপাড়া, টিবি বাউন্ডারি রোড, টুটপাড়া সেন্ট্রাল রোড, লোহার গেট, পূর্ব বানিয়াখামার, রাস্তার মাথা ও সংলগ্ন আবাসিক এলাকা।
কেডিএ অ্যাভিনিউ, রয়্যাল চত্বর, টুটপাড়া, দিলখোলা রোড, জোড়াকল বাজার, দারোগাপাড়া, তালতলা হাসপাতাল রোড, টুটপাড়া মেইন রোড, মহিড়বাড়ী খালপাড়, ফরিদ মোল্লার মোড়, পশ্চিম টুটপাড়া, মোল্লাবাড়ির মোড় ও সংলগ্ন আবাসিক এলাকা। ইকবাল নগর, পুরাতন সন্ধ্যাবাজার, রায়পাড়া, মুসলমানপাড়া, সফেদাতলা মোড়, গফ্ফারের মোড়, বাগমারা মেইন রোড, মতলেবের মোড়, মিস্ত্রিপাড়া ও সংলগ্ন আবাসিক এলাকা।
এ বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর ময়লাপোঁতা মোড় থেকে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত রাস্তা প্রশস্ত করা হবে। এ কাজের অংশ হিসাবে রাস্তার দুই পাশের ৩৩ / ১১ / ০.৪ কেভি লাইন শিফটিং কাজের সংযুক্ত শিডিউল মোতাবেক গল্লামারী-সিটি মেইন এবং সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইনের কাজ সম্পাদনের জন্য সেন্ট্রাল-সিটি মেইন ৩৩ কেভি লাইন বন্ধ রাখা হবে। এ সময় সিটি মেইন উপকেন্দ্রের ১১ কেভি ৯টি ফিডারের পর্যায়ক্রমে দুই ঘণ্টা চালু থাকার পরে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে