প্রতিনিধি, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে পৈতৃক দখলিয় জমিতে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ের নামে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে জমির মালিকদের পক্ষে হারুন আল কবির সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোমরাইল গ্রামের হারুন আল কবিরের দখলিয় ও পৈতৃক জমির ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় মশিউর রহমান, দেলোয়ার হোসেন জোয়ার্দার, মাহফুজুর রহমানসহ কতিপয় কয়েকজন ব্যক্তি। গত ৬ মার্চ রাতের আঁধারে এটি নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে ওই ঘরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ঘোষণা দেন।
গত মঙ্গলবার ওই স্থানে জমির মালিকপক্ষ পাকাঘর নির্মাণ করা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা মাইকিং করে প্রতিবাদ সভার আয়োজন করলে প্রশাসনের হস্তক্ষেপ তা পণ্ড হয়ে যায়। এ নিয়ে গতকাল বুধবার ইউএনও এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নেন।
রঘুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা জি এম শফিউল আলম, সবের আলী জোয়ার্দার, নাসির উদ্দিন, শাহজাহান সরদার, আশরাফ মোড়ল বলেন, যে জায়গায় রাতের আঁধারে আওয়ামী লীগ অফিসের নামে টিনশেড ঘর তৈরি করা হয়েছে সেটি হারুন সরদারদের জমি। তাঁদের এ হীন কাজে কেউ সমর্থন করছে না।
কোমরাইল গ্রামের আবু সাঈদ সরদার (৫৫) বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের নামে কিছু স্বার্থান্বেষী উচ্ছৃঙ্খল যুবক অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কোন দলের অফিস নয়। নেশাখোরদের লালনের জন্য রাতের আঁধারে এখানে অন্যের জমি দখল করে ঘর তৈরি করা হয়েছে। জবর দখলের নামে নোংরা স্থানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে তাঁদের অপমান করা হয়েছে।
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেসবাহুল আলম টুটুল বলেন, বিষয়টি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এই এলাকায় একটি দলীয় কার্যালয় প্রয়োজন আছে। কিন্তু তা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা উচিত। কারও ব্যক্তিগত দখলিয় জমিতে এটা করা উচিত নয়।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার বলেন, ‘রাস্তা সংলগ্ন খাস জমি আছে সেখানে দলীয় অফিসের ঘর করা হয়েছে। তবে পেছনে কতটুকু খাস আছে তা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার প্রতিবাদ সভা বন্ধ করে দিয়েছি। বুধবার আমি ও ওসি সাহেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে দেখা গেছে যে, এটা আবেদনকারীর পৈতৃক ও দখলিয়। পরে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছি।
খুলনার ডুমুরিয়া উপজেলার কোমরাইল গ্রামে পৈতৃক দখলিয় জমিতে রাতের আঁধারে আওয়ামী লীগ কার্যালয়ের নামে টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে চরম উত্তেজনা। এ নিয়ে জমির মালিকদের পক্ষে হারুন আল কবির সরদার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কোমরাইল গ্রামের হারুন আল কবিরের দখলিয় ও পৈতৃক জমির ওপর একটি টিনশেড ঘর নির্মাণ করেন স্থানীয় মশিউর রহমান, দেলোয়ার হোসেন জোয়ার্দার, মাহফুজুর রহমানসহ কতিপয় কয়েকজন ব্যক্তি। গত ৬ মার্চ রাতের আঁধারে এটি নির্মাণ করেন তাঁরা। পরবর্তীতে ওই ঘরে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ঘোষণা দেন।
গত মঙ্গলবার ওই স্থানে জমির মালিকপক্ষ পাকাঘর নির্মাণ করা শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষরা মাইকিং করে প্রতিবাদ সভার আয়োজন করলে প্রশাসনের হস্তক্ষেপ তা পণ্ড হয়ে যায়। এ নিয়ে গতকাল বুধবার ইউএনও এবং ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে গিয়ে পদক্ষেপ নেন।
রঘুনাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা জি এম শফিউল আলম, সবের আলী জোয়ার্দার, নাসির উদ্দিন, শাহজাহান সরদার, আশরাফ মোড়ল বলেন, যে জায়গায় রাতের আঁধারে আওয়ামী লীগ অফিসের নামে টিনশেড ঘর তৈরি করা হয়েছে সেটি হারুন সরদারদের জমি। তাঁদের এ হীন কাজে কেউ সমর্থন করছে না।
কোমরাইল গ্রামের আবু সাঈদ সরদার (৫৫) বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের নামে কিছু স্বার্থান্বেষী উচ্ছৃঙ্খল যুবক অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করছে। এটা কোন দলের অফিস নয়। নেশাখোরদের লালনের জন্য রাতের আঁধারে এখানে অন্যের জমি দখল করে ঘর তৈরি করা হয়েছে। জবর দখলের নামে নোংরা স্থানে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে তাঁদের অপমান করা হয়েছে।
রঘুনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এস এম মেসবাহুল আলম টুটুল বলেন, বিষয়টি নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এই এলাকায় একটি দলীয় কার্যালয় প্রয়োজন আছে। কিন্তু তা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠা করা উচিত। কারও ব্যক্তিগত দখলিয় জমিতে এটা করা উচিত নয়।
ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দার বলেন, ‘রাস্তা সংলগ্ন খাস জমি আছে সেখানে দলীয় অফিসের ঘর করা হয়েছে। তবে পেছনে কতটুকু খাস আছে তা আমার জানা নেই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ বলেন, বুধবার প্রতিবাদ সভা বন্ধ করে দিয়েছি। বুধবার আমি ও ওসি সাহেবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপপূর্বক সীমানা নির্ধারণ করে দেখা গেছে যে, এটা আবেদনকারীর পৈতৃক ও দখলিয়। পরে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরামর্শ দিয়েছি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫