মাগুরা প্রতিনিধি
মাগুরায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কোরবানির ঈদ সামনে রেখে দফায় দফায় পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।
আজ সোমবার জেলায় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, চার দিনের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ১৫ টাকা ও খুচরা বাজারে ২৫ টাকা বেড়েছে। রোজার ঈদের দুদিন আগে যে পেঁয়াজ কেজি প্রতি ২৮ টাকা বিক্রি হয়েছে তা এখন ৭৫ টাকা থেকে ৮২ টাকাতেও পাইকারি দরে বিক্রি হচ্ছে।
জেলার পুরোনো বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজুমল হোসেন নামে একজন ক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। পেশায় স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘বাজারে তো সব কাচা সবজির দাম বাড়ছেই। এখন পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। গত তিন দিনে চার বার পেঁয়াজ কিনেছি অল্প পরিমাণে। কিন্তু দাম চার রকম। ৫৫ টাকা কিনেছি শুক্রবারে। শনিবারে ৬২ রোববার এক লাফে ৭০, আর আজকে ৮০ টাকা! এ রকম হলে তো ঈদ না আসতেই সামর্থ্যের বাইরে চলে যাবে পেঁয়াজ।’
পেঁয়াজ কিনতে আসা আসলাম শেখ নামের অপর একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে খবরে দেখলাম পেঁয়াজের বাম্পার ফলন হলো। এমনকি অনেক জায়গাতে পেঁয়াজের দাম না পেয়ে চাষিরাও নাকি হতাশ। আর এখন শুনছি পেঁয়াজের ঘাটতি। এত পেঁয়াজ তাহলে গেল কোথায়? পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা করেছে। বেশি দামের আশায় তাঁরা এই অসাধু পথ বেছে নিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’
মাগুরা একতা কাঁচাবাজার সমিতির সভাপতি হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে মাগুরায় পেঁয়াজ আমদানি কম। যে সব জায়গা থেকে পেঁয়াজ আসত, সেখান থেকে চাহিদার তুলনায় অর্ধেক পেঁয়াজ আসছে। সে জন্য পেঁয়াজের দাম একটু বাড়তি।’
এ বিষয়ে বাজার মনিটরিং ও কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। কিছু কৃষক হয়তো বাড়িতেই পেঁয়াজ রেখে দিয়েছে, ভালো দাম পাওয়ার আশায়। তবে বাজার খুব একটা নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা পর্যবেক্ষণ করছি, দেশি পেঁয়াজের সংকট যদি তৈরি হয়, তাহলে হয়তো বাইরে থেকে পেঁয়াজ আনা হতে পারে বলে আমি জানতে পেরেছি।’
মাগুরায় বেড়েই চলেছে পেঁয়াজের দাম। কোরবানির ঈদ সামনে রেখে দফায় দফায় পাইকারি ও খুচরা বাজারে দাম বাড়তে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা।
আজ সোমবার জেলায় পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, চার দিনের ব্যবধানে কেজি প্রতি দেশি পেঁয়াজ পাইকারি বাজারে ১৫ টাকা ও খুচরা বাজারে ২৫ টাকা বেড়েছে। রোজার ঈদের দুদিন আগে যে পেঁয়াজ কেজি প্রতি ২৮ টাকা বিক্রি হয়েছে তা এখন ৭৫ টাকা থেকে ৮২ টাকাতেও পাইকারি দরে বিক্রি হচ্ছে।
জেলার পুরোনো বাজারে পেঁয়াজ কিনতে আসা নাজুমল হোসেন নামে একজন ক্রেতার সঙ্গে কথা হয় আজকের পত্রিকার। পেশায় স্কুলশিক্ষক। তিনি বলেন, ‘বাজারে তো সব কাচা সবজির দাম বাড়ছেই। এখন পেঁয়াজের দাম প্রতিদিন বাড়ছে। গত তিন দিনে চার বার পেঁয়াজ কিনেছি অল্প পরিমাণে। কিন্তু দাম চার রকম। ৫৫ টাকা কিনেছি শুক্রবারে। শনিবারে ৬২ রোববার এক লাফে ৭০, আর আজকে ৮০ টাকা! এ রকম হলে তো ঈদ না আসতেই সামর্থ্যের বাইরে চলে যাবে পেঁয়াজ।’
পেঁয়াজ কিনতে আসা আসলাম শেখ নামের অপর একজন ক্রেতা আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুদিন আগে খবরে দেখলাম পেঁয়াজের বাম্পার ফলন হলো। এমনকি অনেক জায়গাতে পেঁয়াজের দাম না পেয়ে চাষিরাও নাকি হতাশ। আর এখন শুনছি পেঁয়াজের ঘাটতি। এত পেঁয়াজ তাহলে গেল কোথায়? পেঁয়াজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা করেছে। বেশি দামের আশায় তাঁরা এই অসাধু পথ বেছে নিয়েছে। প্রশাসনের হস্তক্ষেপ না থাকায় অবস্থা খারাপের দিকে যাচ্ছে।’
মাগুরা একতা কাঁচাবাজার সমিতির সভাপতি হাসান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘এই সপ্তাহে মাগুরায় পেঁয়াজ আমদানি কম। যে সব জায়গা থেকে পেঁয়াজ আসত, সেখান থেকে চাহিদার তুলনায় অর্ধেক পেঁয়াজ আসছে। সে জন্য পেঁয়াজের দাম একটু বাড়তি।’
এ বিষয়ে বাজার মনিটরিং ও কৃষি বিপণন কর্মকর্তা আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘কৃষকেরা পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। কিছু কৃষক হয়তো বাড়িতেই পেঁয়াজ রেখে দিয়েছে, ভালো দাম পাওয়ার আশায়। তবে বাজার খুব একটা নিয়ন্ত্রণের বাইরে নয়। আমরা পর্যবেক্ষণ করছি, দেশি পেঁয়াজের সংকট যদি তৈরি হয়, তাহলে হয়তো বাইরে থেকে পেঁয়াজ আনা হতে পারে বলে আমি জানতে পেরেছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫