Ajker Patrika

খুলনার শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

খুলনা প্রতিনিধি
খুলনার শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

খুলনার জোড়াগেট এলাকার যুবক শহিদুল হাওলাদার হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল। এ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক মো. সাইফুজ্জামান হিরো। 

বিচারকার্যে ২২ জন সাক্ষীর মধ্যে ১৮ জন সাক্ষ্য প্রদান করার পর আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বিচারক মো. সাইফুজ্জামান হিরো আসামি সুমন মল্লিক ও আশিকুরকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামি আব্দুর তালেব এবং কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের বেকসুর খালাস দেওয়া হয়। 
 
আদালতের পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন জানান, ২০১৭ সালে ১১ এপ্রিল জোড়াগেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয়ে ছিল। এই ঘটনায় নিহত মা হাজেরা বেগম বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা সাতজনকে আসামি করে চার্জশিট প্রদান করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত