শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
সাতক্ষীরার শ্যামনগরে পরিত্যক্ত বস্তায় প্রায় ৬০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে গাবুরার ৯ নম্বর সোরা গ্রামের ক্লোজারসংলগ্ন এলাকার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর থেকে মাংসগুলো জব্দ করা হয়।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন ও কলাগাছিয়া টহল ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে মাংস জব্দ করে। অভিযানে শিকারি চক্রের সদস্যরা পালিয়ে গেলেও তাদের পরিচয় শনাক্ত করার দাবি করেছে বন বিভাগ। এ ঘটনায় কলাগাছিয়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকারি চক্রের সাত সদস্যের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করেছেন।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ কে এম ইকবাল হোসাইন চৌধুরী জানান, বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার হাবিবুল ইসলাম ও কলাগাছিয়া টহল ফাঁড়ির ওসি শাহাজাল জামিলের নেতৃত্বে বনকর্মীরা অভিযান শুরু করেন। রাত সাড়ে ৯টার দিকে সুন্দরবন তীরবর্তী খোলপেটুয়া নদীসংলগ্ন বাঁধ থেকে তিনটি পরিত্যক্ত বস্তা উদ্ধারের পর সেখানে থাকা প্রায় ৬০ কেজি মাংস জব্দ করা হয়। পরে কেরোসিন মিশিয়ে মাংস মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা জয়নাল মিয়াসহ আরও কয়েকজন জানান, মাছ ও কাঁকড়া শিকারের অনুমতি নিয়ে এসব অপরাধী সুন্দরবনে প্রবেশ করছে। সুযোগমতো হরিণ শিকার করে সেখানে জবাইয়ের পর রাতে এলাকায় ফিরে সেই মাংস ৬০০ থেকে ৮০০ টাকা প্রতি কেজির দরে বিভিন্ন স্থানে বিক্রি করছে। হরিণ শিকারের অভিযোগ থাকা ব্যক্তিদের সুন্দরবনে প্রবেশে অনুমতি দেওয়া বন্ধসহ বন বিভাগের তত্ত্বাবধানে তাদের তালিকা প্রণয়ন ছাড়া হরিণ শিকার বন্ধ করা যাবে না বলেও এসব গ্রামবাসী দাবি করেন।
শ্যামনগর থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে