খুলনা প্রতিনিধি
দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার খুলনায় জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দিন বিকেল ৫টায় নগরীর শিবাড়ী মোড় ও সন্ধ্যা ৭টায় পিপলস গোল চত্বরে পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে এনসিপির জেলা শাখা আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এদিকে একই স্থানে দলের মহানগরের সংগঠক পরিচয়ে আরেকটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তারাও ওই পদযাত্রা সফল করার বিষয়ে জানাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির হয়।
এনসিপির খুলনা জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সামান্তা শারমিন, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। ওই দিন তাঁরা দুটি পথসভা, শহীদদের কবর জিয়ারত, পাঁচজন শহীদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।
কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং করে ও ফেস্টুন দিয়ে প্রচার চালানো হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পথসভায় ২০-৩০ হাজার লোক সমাগম ঘটবে বলে আশা করছেন খুলনার নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এ সময় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠান নিয়ে দুটি সংবাদ সম্মেলন কেন—প্রশ্ন করা হলে মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, ‘আমাদের কমিটিই কেন্দ্র থেকে অনুমোদিত। সে কারণে আমরাই এই কর্মসূচির আয়োজক।’
জেলা কমিটির সংবাদ সম্মেলন শেষে বেলা ১টার দিকে প্রেসক্লাবে একই কর্মসূচি বাস্তবায়নে পাল্টা সংবাদ সম্মেলন করে আরেকটি পক্ষ।
এ সময় মহানগরের সংগঠক পরিচয়ে আহম্মদ হামীম রাহাত বলেন, ‘যেহেতু মহানগর কমিটি ঘোষণা হয়নি, তাই সংগঠক হিসেবে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা তুলে ধরার জন্যই এখানে আসা।’
আহম্মদ হামীম রাহাত বলেন, ‘মহানগরীতে আটটি থানার মধ্যে সাতটিতে আমরা কমিটি করেছিলাম। এসব প্যানেল কমিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে। জেলা কমিটির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে আমরা যে কাজ করছি, তা জানান দিতেই আজকের সংবাদ সম্মেলন।’
এক প্রশ্নের জবাবে আহম্মদ হামীম রাহাত বলেন, ‘শুক্রবারের কর্মসূচিতে ১৫-২০ হাজার লোক সমাগম ঘটাতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য কোনো বরাদ্দ নেই। আমরা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাব।’
দেশজুড়ে কর্মসূচির অংশ হিসেবে আগামী শুক্রবার খুলনায় জুলাই পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ওই দিন বিকেল ৫টায় নগরীর শিবাড়ী মোড় ও সন্ধ্যা ৭টায় পিপলস গোল চত্বরে পথসভা করবেন দলটির কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রা কর্মসূচির বিস্তারিত তথ্য জানাতে এনসিপির জেলা শাখা আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এদিকে একই স্থানে দলের মহানগরের সংগঠক পরিচয়ে আরেকটি পক্ষ সংবাদ সম্মেলন করেছে। তারাও ওই পদযাত্রা সফল করার বিষয়ে জানাতে প্রেসক্লাবে সাংবাদিকদের সামনে হাজির হয়।
এনসিপির খুলনা জেলা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী শুক্রবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, সামান্তা শারমিন, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা খুলনায় আসবেন। ওই দিন তাঁরা দুটি পথসভা, শহীদদের কবর জিয়ারত, পাঁচজন শহীদের পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন।
কর্মসূচি সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ, মাইকিং করে ও ফেস্টুন দিয়ে প্রচার চালানো হয়েছে। ২১ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। পথসভায় ২০-৩০ হাজার লোক সমাগম ঘটবে বলে আশা করছেন খুলনার নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের জেলা শাখার প্রধান সমন্বয়ক ও জুলাই পদযাত্রা বাস্তবায়ন কমিটি খুলনার আহ্বায়ক মাহমুদুল হাসান ফয়জুল্লাহ। এ সময় যুবশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।
একই অনুষ্ঠান নিয়ে দুটি সংবাদ সম্মেলন কেন—প্রশ্ন করা হলে মাহমুদুল হাসান ফয়জুল্লাহ বলেন, ‘আমাদের কমিটিই কেন্দ্র থেকে অনুমোদিত। সে কারণে আমরাই এই কর্মসূচির আয়োজক।’
জেলা কমিটির সংবাদ সম্মেলন শেষে বেলা ১টার দিকে প্রেসক্লাবে একই কর্মসূচি বাস্তবায়নে পাল্টা সংবাদ সম্মেলন করে আরেকটি পক্ষ।
এ সময় মহানগরের সংগঠক পরিচয়ে আহম্মদ হামীম রাহাত বলেন, ‘যেহেতু মহানগর কমিটি ঘোষণা হয়নি, তাই সংগঠক হিসেবে জুলাই পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য আমাদের কর্মতৎপরতা তুলে ধরার জন্যই এখানে আসা।’
আহম্মদ হামীম রাহাত বলেন, ‘মহানগরীতে আটটি থানার মধ্যে সাতটিতে আমরা কমিটি করেছিলাম। এসব প্যানেল কমিটি কর্মসূচি সফল করার লক্ষ্যে কাজ করছে। জেলা কমিটির সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তবে আমরা যে কাজ করছি, তা জানান দিতেই আজকের সংবাদ সম্মেলন।’
এক প্রশ্নের জবাবে আহম্মদ হামীম রাহাত বলেন, ‘শুক্রবারের কর্মসূচিতে ১৫-২০ হাজার লোক সমাগম ঘটাতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ জন্য কোনো বরাদ্দ নেই। আমরা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে