খুলনা প্রতিনিধি
খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অভিযুক্ত মাসুদ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস।
আদালত সূত্রে জানা যায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। আজ বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে জানা যায়, গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পরে ওই দিন দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ ঘটনার পর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানিয়েছিলেন, ভুক্তভোগী কলেজছাত্রী পিবিআই পরিদর্শক মাসুদের কাছে মোবাইল ফোন বা ফেসবুকে ছবি-সংক্রান্ত বিষয়ে পাঁচ দিন আগে আসেন। এ সুযোগে তাঁকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউসের ওই অফিসে নিয়ে যান অভিযুক্ত মাসুদ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপপুলিশ কমিশনার সোনালী সেন।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় ঘটনার দিনই থানায় মামলা হয়। মামলা নম্বর ১৫।
খুলনায় কলেজছাত্রী ধর্ষণ মামলার আসামি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মঞ্জুর হাসান মাসুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে অভিযুক্ত মাসুদ খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। এ সময় বিচারক মোসা. দিলরুবা সুলতানা তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অলোকা নন্দ দাস।
আদালত সূত্রে জানা যায়, পিবিআই পরিদর্শক মাসুদ গত ২৬ মে উচ্চ আদালত থেকে এ মামলায় দুই সপ্তাহের অন্তর্বর্তী জামিন পান। আজ বুধবার উচ্চ আদালতের জামিন মেয়াদের শেষ দিন ছিল। তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
অভিযোগের বিষয়ে জানা যায়, গত ১৫ মে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে পিবিআই পরিদর্শক মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে খুলনা মহানগরীর ছোট মির্জাপুর এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। পরে ওই দিন দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রীকে নিয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ ঘটনার পর খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানিয়েছিলেন, ভুক্তভোগী কলেজছাত্রী পিবিআই পরিদর্শক মাসুদের কাছে মোবাইল ফোন বা ফেসবুকে ছবি-সংক্রান্ত বিষয়ে পাঁচ দিন আগে আসেন। এ সুযোগে তাঁকে সহযোগিতা করার কথা বলে ১৫ মে দুপুর সাড়ে ১২টার দিকে ছোট মির্জাপুরের কাগজী হাউসের ওই অফিসে নিয়ে যান অভিযুক্ত মাসুদ। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ওই অফিসের তালা ভেঙে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেএমপির উপপুলিশ কমিশনার সোনালী সেন।
পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগী ওই কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্নের পর এ ঘটনায় ঘটনার দিনই থানায় মামলা হয়। মামলা নম্বর ১৫।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে