রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের স্লেজিং করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন শিক্ষক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত শিক্ষকের নাম ড. এস এম মোখলেসুর রহমান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চোখে আঘাত পেয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অন্তবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতার ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ মুখোমুখি হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১-১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে ‘স্লেজিং’ করতে থাকেন। এতে অপর পক্ষ উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় দুই পক্ষের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। একপর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান চোখে আঘাত পান।
ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও অন্য শিক্ষকদের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। সেই সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, ‘স্লেজিং করায় দুই পক্ষের শিক্ষার্থীরা উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কায় নিচে পড়ে যাই। পরে দাঁড়ালে সেখানে থাকা দড়ির সঙ্গে চোখে আঘাত পাই। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’
এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে খেলা হবে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে, নাকি আবার নতুন করে শুরু হবে, সেই সিদ্ধান্তও পরে জানানো হবে।’
এ বিষয়ে জানতে অন্তবিভাগ খেলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলীমকে একাধিকবার ফোন কলা করা হলে তিনি কেটে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপাতত খেলা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘খেলাধুলার মধ্যে বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এ ঘটনায় দুই বিভাগের দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল (রোববার) বিভাগের চেয়ারম্যান ও চিহ্নিত দুইজনকে নিয়ে প্রক্টর দপ্তরে বসে বিষয়টির সমাধান করব।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে খেলোয়াড়দের স্লেজিং করাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেসিয়ামে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একজন শিক্ষক আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত শিক্ষকের নাম ড. এস এম মোখলেসুর রহমান। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি চোখে আঘাত পেয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, অন্তবিভাগ বাস্কেটবল-২০২৩ প্রতিযোগিতার ফাইনালে রাষ্ট্রবিজ্ঞান ও মার্কেটিং বিভাগ মুখোমুখি হয়। শনিবার সন্ধ্যা ৬টায় ফাইনাল খেলা শুরু হয়। খেলার প্রথমার্ধ শেষে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ২১-১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের খেলা চলাকালে দুই পক্ষের শিক্ষার্থীরা নিজেদের দলের হয়ে ‘স্লেজিং’ করতে থাকেন। এতে অপর পক্ষ উত্তেজিত হয়ে পড়লে একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। এ সময় দুই পক্ষের শিক্ষকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন। একপর্যায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান চোখে আঘাত পান।
ঘটনার সময় কয়েকজন শিক্ষার্থীর হাতে লাঠিসোঁটা দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও অন্য শিক্ষকদের সহায়তায় প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিষয়টি মীমাংসার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সেখান থেকে চলে যান। সেই সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত ঘোষণা করা হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
আহত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এস এম মোখলেসুর রহমান বলেন, ‘স্লেজিং করায় দুই পক্ষের শিক্ষার্থীরা উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শিক্ষার্থীদের ধাক্কায় নিচে পড়ে যাই। পরে দাঁড়ালে সেখানে থাকা দড়ির সঙ্গে চোখে আঘাত পাই। পরে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছি।’
এ বিষয়ে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল খেলাটি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে খেলা হবে কি না বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে। খেলা চলমান পয়েন্ট থেকে হবে, নাকি আবার নতুন করে শুরু হবে, সেই সিদ্ধান্তও পরে জানানো হবে।’
এ বিষয়ে জানতে অন্তবিভাগ খেলা উপ-কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল আলীমকে একাধিকবার ফোন কলা করা হলে তিনি কেটে দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘আপাতত খেলা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, ‘খেলাধুলার মধ্যে বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। আমরা শিক্ষার্থীদের সুন্দর পরিবেশে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন দিতে চাই। এ ঘটনায় দুই বিভাগের দুই শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল (রোববার) বিভাগের চেয়ারম্যান ও চিহ্নিত দুইজনকে নিয়ে প্রক্টর দপ্তরে বসে বিষয়টির সমাধান করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে