Ajker Patrika

খুলনায় চরমপন্থী নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

খুলনা প্রতিনিধি
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ২২: ৪১
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খুলনায় শেখ শাহাদাত হোসেন নামের এক চরমপন্থী নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার রাতে নগরীর সোনাডাঙ্গা মডেল থানার আওতাধীন সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শফিকুল বলেন, শাহাদাত চরমপন্থী দলের নেতা ছিলেন। তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কিছুদিন আগে তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন।

আজ রাত পৌনে ৮টার দিকে সংগীতা সিনেমা হলের বিপরীত দিক থেকে কয়েকজন যুবক তাঁকে ধাওয়া করেন। জীবন বাঁচাতে তিনি সংগীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও তাঁর শেষরক্ষা হয়নি। সন্ত্রাসীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এ সময় ছয়টি গুলি তাঁর শরীরে বিদ্ধ হয়। এ ছাড়া তাঁর শরীরে আটটি কোপের চিহ্ন রয়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখান চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়।

এলাকার একাধিক সূত্র জানায়, নিহত শাহাদাত ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাউসুল আজম গাউসের চাচাতো ভাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত