খুলনা প্রতিনিধি
দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন বিএনপি নেত্রী রেহানা ঈসা।
দীর্ঘ ১৭ বছর সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নগরী মিছিলের নগরীতে পরিণত হয়। এ ছাড়া সড়কে তোরণ নির্মাণসহ ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে। নগরীর সার্কিট হাউস মাঠের সম্মেলন স্থলে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।
এবারের সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কাউন্সিলরদের ছবিযুক্ত ভোটার তালিকা করা হয়েছে। ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। এর ফলে কাউন্সিলরদের প্রার্থীদের কাছে গুরুত্ব ও কদর বেড়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে মোট ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক তিনটি পদেও বিপরীতে ছয় নেতা প্রার্থী হয়েছেন।
নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে ৫০৫ কাউন্সিলর তাঁদের নেতা নির্বাচন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালরে ৯ ডিসেম্বর ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০২২ সালে ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম মনাকে আহ্বায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলরে সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়।
দলের শীর্ষ নেতারা জানান, আহ্বায়ক কমিটি নগরীর ৩৪টি ওয়ার্ড-ইউনিয়ন, ৫টি থানায় সম্মেলন শেষ করে মহানগর সম্মেলনের প্রস্তুতি শুরু করেন। ইতিমধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ হোসেন রনিকে আহ্বায়ক, ডা. রফিকুল হক বাবলু, হালিমা আক্তার খানম ও অধ্যাপক সাইদুর রহমানকে সদস্য করে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী এ কমিটির অনুমোদন দেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে বর্তমান আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু, সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন যথাক্রমে শরে আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্মেলনের প্রস্তুতির বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ হবে। বেলা সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। একদিকে কাউন্সিল চলবে এবং সার্কিট হাউসের মাঠে সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন জানান, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে খুলনা সার্কিট হাউস মাঠে। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
দীর্ঘ ১৭ বছর পর আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান। বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হয়।
পরে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। উদ্বোধনী সভায় শোক প্রস্তাব উত্থাপন করেন বিএনপি নেত্রী রেহানা ঈসা।
দীর্ঘ ১৭ বছর সম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই নগরী মিছিলের নগরীতে পরিণত হয়। এ ছাড়া সড়কে তোরণ নির্মাণসহ ডিজিটাল ব্যানার ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে। নগরীর সার্কিট হাউস মাঠের সম্মেলন স্থলে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে।
এবারের সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, কাউন্সিলরদের ছবিযুক্ত ভোটার তালিকা করা হয়েছে। ভোটাররা গোপন ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করবেন। এর ফলে কাউন্সিলরদের প্রার্থীদের কাছে গুরুত্ব ও কদর বেড়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তিনজন করে মোট ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক তিনটি পদেও বিপরীতে ছয় নেতা প্রার্থী হয়েছেন।
নগরীর সার্কিট হাউস মাঠে সম্মেলনের প্রথম পর্ব শেষে দ্বিতীয় অধিবেশনে স্টেডিয়ামের জিমনেসিয়ামে কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে ৫০৫ কাউন্সিলর তাঁদের নেতা নির্বাচন করবেন।
দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচিত কমিটির মেয়াদ উত্তীর্ণের প্রায় ১৪ বছর পর মহানগর বিএনপির কমিটি ভেঙে ২০২১ সালরে ৯ ডিসেম্বর ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ২০২২ সালে ১ মার্চ মহানগর বিএনপির ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্র। এতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শফিকুল আলম মনাকে আহ্বায়ক, সাবেক মহানগর ছাত্রদল ও যুবদলরে সভাপতি শফিকুল আলম তুহিনকে সদস্যসচিব করা হয়।
দলের শীর্ষ নেতারা জানান, আহ্বায়ক কমিটি নগরীর ৩৪টি ওয়ার্ড-ইউনিয়ন, ৫টি থানায় সম্মেলন শেষ করে মহানগর সম্মেলনের প্রস্তুতি শুরু করেন। ইতিমধ্যে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ হোসেন রনিকে আহ্বায়ক, ডা. রফিকুল হক বাবলু, হালিমা আক্তার খানম ও অধ্যাপক সাইদুর রহমানকে সদস্য করে চার সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী এ কমিটির অনুমোদন দেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মাসুদ হোসেন রনি জানান, সভাপতি পদে বর্তমান আহ্বায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহির, সাহাজী কামাল টিপু, সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্যসচিব শফিকুল আলম তুহিন, কাজী মাহমুদ আলী ও নাজমুল হুদা চৌধুরী সাগর এবং সাংগঠনিক সম্পাদক পদে ছয়জন যথাক্রমে শরে আলম সান্টু, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, তারিকুল ইসলাম তারিক ও শেখ সাদী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সম্মেলনের প্রস্তুতির বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, ২৪ ফেব্রুয়ারি খুলনা সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির ‘স্মরণকালের সেরা’ সম্মেলন হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান।
তিনি আরও জানান, প্রথম অধিবেশনে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শেষ হবে। বেলা সাড়ে ৩টায় দ্বিতীয় অধিবেশন কাউন্সিল খুলনা জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে অনুষ্ঠিত হবে। একদিকে কাউন্সিল চলবে এবং সার্কিট হাউসের মাঠে সম্মেলনস্থলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন জানান, কাউন্সিলর, ডেলিগেট, আমন্ত্রিত অতিথিসহ প্রায় ১০ হাজার নেতা-কর্মীর সমাগম হবে খুলনা সার্কিট হাউস মাঠে। ইতিমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে