মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবন উপকূলীয় এলাকায় দস্যুবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের বসত ঘর, দোকান, নৌকা, জাল, ট্রলার ও গবাদিপশু দেওয়ার ব্যবস্থা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামীকাল রোববার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এসব উপকরণ তুলে দেবেন।
অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে র্যাব।
এক সময় সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জেলে-বাওয়ালিদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন এই দস্যুরা। সাগর ও সুন্দরবনে দাপিয়ে বেড়ানো ৩২৬ দস্যু এখন আর দশটা সাধারণ মানুষের মতো সমাজে বসবাস করছেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় অস্ত্র জমা দিয়ে র্যাবের মধ্যস্থতায় আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণের পর থেকে সরকার ও র্যাবের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। এবার এই দস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্বাভাবিক জীবনে ফেরা ৩২৬ জন দস্যুর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২টি বসতঘর, ৯০টি দোকান ঘর, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা,৮টি ট্রলার ও ৮৮ গবাদিপশু।
স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু আব্দুল বারেক তালুকদার শান্ত, মো. রিপন ও মাওলা ফকির বলেন, আমরা খুবই খুশি হয়েছি। গরু ছাগল পালন করে আয় করা যাবে। সাধারণ মানুষের মতো সৎ পথে থেকে আমরা উপার্জনও করতে পারব, সংসারের খরচ চালাতে পারবে।
এ ব্যাপারে র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, আত্মসমর্পণের পর থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। তাঁদের নানাভাবে সহযোগিতাও করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। প্রতি ঈদে ঈদসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১ নভেম্বর স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মধ্যে আমরা ঘর, জাল, নৌকা, ট্রলার ও গবাদিপশু বিতরণ করব। আমরা বিশ্বাস করি, স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব মানুষের জীবন মান উন্নয়নে এই উপকরণ ভূমিকা রাখবে।
সুন্দরবন উপকূলীয় এলাকায় দস্যুবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফেরা ব্যক্তিদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে তাঁদের বসত ঘর, দোকান, নৌকা, জাল, ট্রলার ও গবাদিপশু দেওয়ার ব্যবস্থা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আগামীকাল রোববার সকালে বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদ চত্বরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এসব উপকরণ তুলে দেবেন।
অনুষ্ঠানে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে র্যাব।
এক সময় সুন্দরবন উপকূলীয় অঞ্চলের জেলে-বাওয়ালিদের কাছে মূর্তিমান আতঙ্ক ছিলেন এই দস্যুরা। সাগর ও সুন্দরবনে দাপিয়ে বেড়ানো ৩২৬ দস্যু এখন আর দশটা সাধারণ মানুষের মতো সমাজে বসবাস করছেন। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন সময় অস্ত্র জমা দিয়ে র্যাবের মধ্যস্থতায় আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণের পর থেকে সরকার ও র্যাবের পক্ষ থেকে তাঁদের বিভিন্ন সহযোগিতা করা হয়েছে। এবার এই দস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্দেশ্যে স্বাভাবিক জীবনে ফেরা ৩২৬ জন দস্যুর মধ্যে প্রয়োজনের ভিত্তিতে ১০২টি বসতঘর, ৯০টি দোকান ঘর, প্রয়োজনীয় জালসহ ১২টি নৌকা,৮টি ট্রলার ও ৮৮ গবাদিপশু।
স্বাভাবিক জীবনে ফিরে আসা দস্যু আব্দুল বারেক তালুকদার শান্ত, মো. রিপন ও মাওলা ফকির বলেন, আমরা খুবই খুশি হয়েছি। গরু ছাগল পালন করে আয় করা যাবে। সাধারণ মানুষের মতো সৎ পথে থেকে আমরা উপার্জনও করতে পারব, সংসারের খরচ চালাতে পারবে।
এ ব্যাপারে র্যাব-৬ খুলনার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ বলেন, আত্মসমর্পণের পর থেকে স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখেছি। তাঁদের নানাভাবে সহযোগিতাও করা হয়েছে র্যাবের পক্ষ থেকে। প্রতি ঈদে ঈদসামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় দস্যুদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ১ নভেম্বর স্বাভাবিক জীবনে ফেরা দস্যুদের মধ্যে আমরা ঘর, জাল, নৌকা, ট্রলার ও গবাদিপশু বিতরণ করব। আমরা বিশ্বাস করি, স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব মানুষের জীবন মান উন্নয়নে এই উপকরণ ভূমিকা রাখবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫