Ajker Patrika

চাঁদাবাজির মামলায় খুলনার সাবেক কাউন্সিলর রেকসোনা লিলি কারাগারে

খুলনা প্রতিনিধি
গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলর লিলি। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তারকৃত সাবেক কাউন্সিলর লিলি। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজির অভিযোগে আওয়ামী লীগের খুলনার ৩১ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদিকা ও সংরক্ষিত ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেকসোনা কালাম লিলিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে বিকেলে আদালতে হাজির করলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ জানুয়ারি বিকেল ৫টার দিকে নগরীর হোটেল রয়েল মোড়ে অবস্থিত ফ্যাশন জোন বাই লিন্ডা দোকানে গিয়ে চাঁদা দাবি করেন একাধিক ব্যক্তি। দোকানের কর্মচারী আলভী হাসান নোভার ভাষ্য অনুযায়ী, মামলার ১ নম্বর আসামি ফাতেমা আক্তার রিক্তা ওরফে রিক্তা পারভীন ওই দোকানে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রিক্তার নির্দেশে রেকসোনা লিলিসহ অন্যরা দোকানে ভাঙচুর শুরু করেন। এরপর রিক্তা, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলী আকবর টিপু ও শিমরত মুক্তা আগ্নেয়াস্ত্র বের করে গুলি করার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা দোকানের ক্যাশ থেকে নগদ ২ লাখ টাকা এবং প্রায় ৮০ হাজার টাকার কসমেটিকস ও পোশাক লুট করে নিয়ে যান। তাঁরা ঘটনাস্থলে দুটি ককটেলের বিস্ফোরণও ঘটান।

ঘটনার পর দোকানকর্মী আলভী হাসান নোভা বাদী হয়ে খুলনা থানায় মামলা দায়ের করেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক তৈমুর ইসলাম বলেন, ‘গত বছরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে রেকসোনা লিলিকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত