Ajker Patrika

খুলনা বিভাগে করোনা মৃত্যু ৩১ জন

প্রতিনিধি, খুলনা
খুলনা বিভাগে করোনা মৃত্যু ৩১ জন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৯৪৬ জনের। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে এ তথ্য জানা যায়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আটজনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে; ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন। 

এর আগে সোমবার (০২ আগস্ট) বিভাগে ২৬ জনের মৃত্যু এবং ১ হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৩২ জনের। এ জেলায় করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ২৬৬ জনের। মারা গেছেন ৬৪৪ জন এবং সুস্থ হয়েছেন ১৮ হাজার ৪৭৭ জন। 

এ ছাড়া বাগেরহাটে নতুন করে ৫৪ জন, সাতক্ষীরায় ৪১ জন, যশোরে ১৬৬ জন, নড়াইলে ৭৭ জন, মাগুরায় ৬৭ জন, ঝিনাইদহে ৮৩ জন, কুষ্টিয়ায় ২৩৩ জন, চুয়াডাঙ্গায় ২৬ জন, মেহেরপুরে ৬৭ জন করোনা শনাক্ত হয়েছে। 

এ নিয়ে খুলনা বিভাগে এই পর্যন্ত মারা গেছে ২ হাজার ৪৮৫ জন। আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ১৩১ জন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত