ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
চলতি বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় ব্লাস্ট রোগে আক্রান্ত ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আক্রান্ত ধান থেকে আশপাশের এলাকায় এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ২২ হাজার ১৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়েছে। আর ২ হাজার ২৭৮ হেক্টর জমিতে ব্রি-২৮ এবং ২ হাজার ৩৩৩ হেক্টর জমিতে ব্রি-৬৭ জাতের ধান চাষ করা হয়েছে। তা ছাড়া অন্যান্য জমিতে চাষিরা বিভিন্ন জাতের ব্রি ধান চাষ করেছেন।
সম্প্রতি ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন বিলে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের আগা শুকিয়ে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত কৃষক ও উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ব্রি-২৮ জাতের ধানেই এই ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এর মধ্যে উপজেলার মেছাঘোনা, মাগুরখালি, কৈপুকুরিয়া, উলা, রঘুনাথপুর, আটলিয়া, শরাফপুর, সাহস, গুটুদিয়া, শোভনা, রুদাঘরা, খর্ণিয়াসহ বিভিন্ন বিলে কম-বেশি আক্রান্ত হয়েছে।
খুলনা-সাতক্ষীরা সড়কে বালিয়াখালী ব্রিজের আগে উপজেলার মেছাঘোনা বিলে কৃষক মফিজুর রহমানের এক বিঘা ধান খেত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মফিজুর রহমান বলেন, ‘গত ১৪ বছর ধরে এই জমিতে ২৮ জাতের ধান চাষ করে থাকি। এবার কয়েক দিন আগে হঠাৎ বর্ষা ও কুয়াশায় আমার ধানে ভাইরাস আক্রমণ করেছে। আমি কীটনাশক ব্যবহার করেছি। এখন এসে কৃষি অফিস আমাকে ওই ধান কেটে ফেলতে বলছে, যাতে রাস্তা থেকে দেখা না যায়।’
মফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কৃষি অফিস আমাকে সহযোগিতা না করে উল্টো ধান কেটে ফেলতে বলছে। ব্লাস্ট থেকে ধান খেত রক্ষায় ধান কেটে ফেলা কীভাবে সমাধান হতে পারে।’
উপজেলা মাগুরখালি ইউনিয়নের কৈপুকুরিয়া এলাকার শিক্ষক মৃন্ময় কান্তি বালা বলেন, ‘আমাদের কৈপুকুরিয়া বিলের অবস্থা খুবই খারাপ। অনেক চাষিরই কাঁচি নিয়ে বিলে যেতে হবে না। ফসল এমনিতেই শেষ হয়ে যাচ্ছে।’
কৃষক নরেশ পোদ্দার দুঃখ প্রকাশ করে বলেন, কোথায় কোন বিলে কী পরিমাণ ব্লাস্ট আক্রমণ করেছে, উপজেলা কৃষি অফিস তা জানেই না। কৃষকের সর্বনাশ হয়ে গেলেও তারা এ বিষয়ে খোঁজ রাখে না।
ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, ‘আমার ইউনিয়নের নলঘোনা, চাত্রা, খড়িবুনিয়া, হাজিবুনিয়া বিলসহ বিভিন্ন বিলে ব্লাস্ট আক্রমণ করেছে। তবে এ পর্যন্ত কৃষি অফিসের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, ‘আমরা মৌসুমের শুরু থেকেই চাষিদের ব্রি-২৮ জাতের ধান চাষ করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারপরও যারা চাষ করেছে, তাদের কিছু খেত হালকা-বিক্ষিপ্তভাবে আক্রান্ত হয়েছে। তবে ইতিমধ্যে কীটনাশক ছিটানোয় কিছুটা দমন হয়েছে। আশা করছি, ফলনের ওপর তেমন প্রভাব পড়বে না।’
কৃষককে ধান কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ধান কেটে ফেলতে আমি কাউকে জোরাজুরি করিনি। আক্রান্ত ধান কেটে ফেললে পাশের খেতের ধান ভালো থাকবে বলে এই পরামর্শ দিয়েছিলাম।’
খুলনা কৃষি বিভাগের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কৃষি কর্মকর্তা যদি ব্লাস্ট রোগে আক্রান্ত ধান কেটে ফেলতে বলেন, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। তবে এ ধরনের আপত্তিকর কথা বলা তার সঠিক হয়নি।
চলতি বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় ব্লাস্ট রোগে আক্রান্ত ধান কেটে ফেলার পরামর্শ দিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। আক্রান্ত ধান থেকে আশপাশের এলাকায় এ রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে এই পরামর্শ দেন তিনি। এতে স্থানীয় কৃষকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ডুমুরিয়া উপজেলায় ২২ হাজার ১৩৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৯৩৫ হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ হয়েছে। আর ২ হাজার ২৭৮ হেক্টর জমিতে ব্রি-২৮ এবং ২ হাজার ৩৩৩ হেক্টর জমিতে ব্রি-৬৭ জাতের ধান চাষ করা হয়েছে। তা ছাড়া অন্যান্য জমিতে চাষিরা বিভিন্ন জাতের ব্রি ধান চাষ করেছেন।
সম্প্রতি ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নের বিভিন্ন বিলে ব্লাস্ট রোগে আক্রান্ত হয়ে ধানের আগা শুকিয়ে যাচ্ছে। তাতে ক্ষতিগ্রস্ত কৃষক ও উপজেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, মূলত ব্রি-২৮ জাতের ধানেই এই ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এর মধ্যে উপজেলার মেছাঘোনা, মাগুরখালি, কৈপুকুরিয়া, উলা, রঘুনাথপুর, আটলিয়া, শরাফপুর, সাহস, গুটুদিয়া, শোভনা, রুদাঘরা, খর্ণিয়াসহ বিভিন্ন বিলে কম-বেশি আক্রান্ত হয়েছে।
খুলনা-সাতক্ষীরা সড়কে বালিয়াখালী ব্রিজের আগে উপজেলার মেছাঘোনা বিলে কৃষক মফিজুর রহমানের এক বিঘা ধান খেত বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। মফিজুর রহমান বলেন, ‘গত ১৪ বছর ধরে এই জমিতে ২৮ জাতের ধান চাষ করে থাকি। এবার কয়েক দিন আগে হঠাৎ বর্ষা ও কুয়াশায় আমার ধানে ভাইরাস আক্রমণ করেছে। আমি কীটনাশক ব্যবহার করেছি। এখন এসে কৃষি অফিস আমাকে ওই ধান কেটে ফেলতে বলছে, যাতে রাস্তা থেকে দেখা না যায়।’
মফিজুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কৃষি অফিস আমাকে সহযোগিতা না করে উল্টো ধান কেটে ফেলতে বলছে। ব্লাস্ট থেকে ধান খেত রক্ষায় ধান কেটে ফেলা কীভাবে সমাধান হতে পারে।’
উপজেলা মাগুরখালি ইউনিয়নের কৈপুকুরিয়া এলাকার শিক্ষক মৃন্ময় কান্তি বালা বলেন, ‘আমাদের কৈপুকুরিয়া বিলের অবস্থা খুবই খারাপ। অনেক চাষিরই কাঁচি নিয়ে বিলে যেতে হবে না। ফসল এমনিতেই শেষ হয়ে যাচ্ছে।’
কৃষক নরেশ পোদ্দার দুঃখ প্রকাশ করে বলেন, কোথায় কোন বিলে কী পরিমাণ ব্লাস্ট আক্রমণ করেছে, উপজেলা কৃষি অফিস তা জানেই না। কৃষকের সর্বনাশ হয়ে গেলেও তারা এ বিষয়ে খোঁজ রাখে না।
ভান্ডারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোপাল চন্দ্র দে বলেন, ‘আমার ইউনিয়নের নলঘোনা, চাত্রা, খড়িবুনিয়া, হাজিবুনিয়া বিলসহ বিভিন্ন বিলে ব্লাস্ট আক্রমণ করেছে। তবে এ পর্যন্ত কৃষি অফিসের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি।’
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন বলেন, ‘আমরা মৌসুমের শুরু থেকেই চাষিদের ব্রি-২৮ জাতের ধান চাষ করতে নিষেধ করেছিলাম। কিন্তু তারপরও যারা চাষ করেছে, তাদের কিছু খেত হালকা-বিক্ষিপ্তভাবে আক্রান্ত হয়েছে। তবে ইতিমধ্যে কীটনাশক ছিটানোয় কিছুটা দমন হয়েছে। আশা করছি, ফলনের ওপর তেমন প্রভাব পড়বে না।’
কৃষককে ধান কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ধান কেটে ফেলতে আমি কাউকে জোরাজুরি করিনি। আক্রান্ত ধান কেটে ফেললে পাশের খেতের ধান ভালো থাকবে বলে এই পরামর্শ দিয়েছিলাম।’
খুলনা কৃষি বিভাগের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কৃষি কর্মকর্তা যদি ব্লাস্ট রোগে আক্রান্ত ধান কেটে ফেলতে বলেন, সেটা তাঁর ব্যক্তিগত অভিমত। তবে এ ধরনের আপত্তিকর কথা বলা তার সঠিক হয়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে