খুলনা প্রতিনিধি
‘বিদেশি সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল খুলনায় হবে ‘স্বাধীনতা কনসার্ট’। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণে হবে সুধী সমাবেশ। কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।
জানা গেছে, ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এ কনসার্ট হবে। বেলা ৩টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। খুলনার কনসার্টে অংশ নেবে ব্যান্ড ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এ ছাড়া থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা, পলাশসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।
এদিকে, খুলনার কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতিসভা শুরু করেছে।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনায় কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, একদিকে কনসার্ট, অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মী কাজ করছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত। স্বাধীনতা কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্ল্যাকার্ড, বিলবোর্ড সাঁটানোর কাজ চলছে। কনসার্টকে কেন্দ্র করে নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপির এই আয়োজন।
‘বিদেশি সংস্কৃতি বর্জন করুন, দেশি সংস্কৃতি ধারণ করুন’ স্লোগানকে সামনে রেখে ১১ এপ্রিল খুলনায় হবে ‘স্বাধীনতা কনসার্ট’। ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে এ কনসার্ট হবে। এ ছাড়া রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বিএনপি প্রণীত ৩১ দফা নিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণে হবে সুধী সমাবেশ। কর্মসূচি সফল করতে ব্যস্ত সময় পার করছেন খুলনা মহানগর বিএনপির নেতারা।
জানা গেছে, ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বগুড়া শহরে একযোগে এ কনসার্ট হবে। বেলা ৩টায় কনসার্ট শুরু হয়ে চলবে রাত ১১টা পর্যন্ত। খুলনার কনসার্টে অংশ নেবে ব্যান্ড ওয়ারফেজ, সোনার বাংলা, রাইফেলস, কুঁড়েঘর ৫, ভাগ্যক্ষণ। এ ছাড়া থাকবেন তাহসান, জয় শাহরিয়ার, লিজা, পলাশসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।
এদিকে, খুলনার কর্মসূচি সফল করতে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতিসভা শুরু করেছে।
খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মিজানুর রহমান মিলটন বলেন, ‘দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠা করার জন্য, বিদেশি শক্তির অধীনে থাকার জন্য নয়। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস-সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো। দেশীয় সংস্কৃতি তুলে ধরার জন্যই সবার আগে বাংলাদেশ কনসার্টের আয়োজন করা হয়েছে।’
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, খুলনায় কনসার্টে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। এ কনসার্টের মাধ্যমে দেশীয় সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হবে। তিনি আরও বলেন, একদিকে কনসার্ট, অন্যদিকে নগরীর ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়নে ৩১ দফা নিয়ে সুধী সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনসার্ট ও সুধী সমাবেশ নিয়ে দলের প্রতিটি নেতা-কর্মী কাজ করছেন।
মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেছেন, দীর্ঘ ১৫ বছর পর গত ২৪ ফেব্রুয়ারি কাউন্সিলরদের সরাসরি ভোটে মহানগর বিএনপির সম্মেলন হয়েছে। সম্মেলনের পর থেকে নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত। স্বাধীনতা কনসার্ট শতভাগ সফল করতে কাজ শুরু হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে প্ল্যাকার্ড, বিলবোর্ড সাঁটানোর কাজ চলছে। কনসার্টকে কেন্দ্র করে নগরীকে বর্ণিল সাজে সাজানোর পরিকল্পনাও রয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও ‘সবার আগে বাংলাদেশ’ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, বিদেশি সংস্কৃতির আগ্রাসন থেকে দেশ ও নতুন প্রজন্মকে রক্ষা করতে দেশব্যাপী বিএনপির এই আয়োজন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২১ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২১ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২১ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২১ দিন আগে