দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বের ফল প্রকাশ হয়েছে ৪ জুন। এতে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এই ঘটনার জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে পাঠানোর সময় কারিগরি ত্রুটিকে দায়ী করে দুঃখ প্রকাশ করে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সাধারণ শিক্ষার্থীরা এটাকে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্বহীনতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। দুটি গ্রুপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল। এরপর ৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের পরীক্ষার্থীরা সবাই অকৃতকার্য। শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, তাঁদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে তাঁরা সবাই ফেল করেছেন।
অকৃতকার্য হওয়া রসায়ন বিভাগের পরীক্ষার্থী তাসকিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফলাফল প্রকাশের পর আমরা সবাই ভেঙে পড়েছিলাম। এরপর বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা হলে জানতে পারি, কারিগরি ত্রুটির কারণে মৌখিক পরীক্ষার নম্বর কলেজ থেকে বোর্ডে না যাওয়ার কারণে এমনটা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’
আসিফ মাহমুদ প্রান্ত নামের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কখনো চাই না শিক্ষকদের গড়িমসির কারণে কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হোক। তাঁদের ভুল হলো রেজাল্ট পাঠিয়ে রি-চেক না করা। সার্ভার ডাউন থাকার কারণে ফাইলটা সেন্ড হয়নি বলে স্যারেরা আমাদের জানিয়েছেন।’
এ বিষয়ে রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন, ‘আমাদের অসতকর্তার কারণেই ভুল হয়েছে। রেজাল্ট অনলাইনে সাবিমট করা হয়েছিল। কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে সাবমিট হয়নি। রি-চেক না করার কারণে বিষয়টি নজরে আসেনি। অনলাইনে সাবমিট না হওয়ার কারণে ফলাফল বিপর্যয় হয়েছে।’ তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ম্যানুয়ালি রেজাল্ট শিট পাঠানো হয়েছে। আমাদের এক সপ্তাহের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে বিশ্ববিদ্যালয় আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিষয়টি জানার পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। আশা করছি, বিষয়টি দ্রতই নিস্পত্তি হয়ে যাবে।’ এ ঘটনায় দায়িত্বে অবহেলা থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারা দেশের ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ পর্বের ফল প্রকাশ হয়েছে ৪ জুন। এতে কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৯০ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। এই ঘটনার জন্য ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল বোর্ডে পাঠানোর সময় কারিগরি ত্রুটিকে দায়ী করে দুঃখ প্রকাশ করে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে সাধারণ শিক্ষার্থীরা এটাকে সংশ্লিষ্ট শিক্ষকদের দায়িত্বহীনতা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। দুটি গ্রুপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয় ১৮, ১৯, ২০ ও ২১ এপ্রিল। এরপর ৪ জুন পরীক্ষার ফলাফল প্রকাশ হলে দেখা যায়, কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের পরীক্ষার্থীরা সবাই অকৃতকার্য। শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, তাঁদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ে না পাঠানোর কারণে তাঁরা সবাই ফেল করেছেন।
অকৃতকার্য হওয়া রসায়ন বিভাগের পরীক্ষার্থী তাসকিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ফলাফল প্রকাশের পর আমরা সবাই ভেঙে পড়েছিলাম। এরপর বিভাগের শিক্ষকদের সঙ্গে কথা হলে জানতে পারি, কারিগরি ত্রুটির কারণে মৌখিক পরীক্ষার নম্বর কলেজ থেকে বোর্ডে না যাওয়ার কারণে এমনটা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে এক সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।’
আসিফ মাহমুদ প্রান্ত নামের রসায়ন বিভাগের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা কখনো চাই না শিক্ষকদের গড়িমসির কারণে কোনো শিক্ষার্থী এমন পরিস্থিতির শিকার হোক। তাঁদের ভুল হলো রেজাল্ট পাঠিয়ে রি-চেক না করা। সার্ভার ডাউন থাকার কারণে ফাইলটা সেন্ড হয়নি বলে স্যারেরা আমাদের জানিয়েছেন।’
এ বিষয়ে রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সত্যতা নিশ্চত করে বলেন, ‘আমাদের অসতকর্তার কারণেই ভুল হয়েছে। রেজাল্ট অনলাইনে সাবিমট করা হয়েছিল। কিন্তু সার্ভার ডাউন থাকার কারণে সাবমিট হয়নি। রি-চেক না করার কারণে বিষয়টি নজরে আসেনি। অনলাইনে সাবমিট না হওয়ার কারণে ফলাফল বিপর্যয় হয়েছে।’ তিনি বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে ম্যানুয়ালি রেজাল্ট শিট পাঠানো হয়েছে। আমাদের এক সপ্তাহের মধ্যে সমস্যাটি সমাধান হয়ে যাবে বলে বিশ্ববিদ্যালয় আশ্বস্ত করেছে।’
এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমীন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিষয়টি জানার পরেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করেছি। আশা করছি, বিষয়টি দ্রতই নিস্পত্তি হয়ে যাবে।’ এ ঘটনায় দায়িত্বে অবহেলা থাকলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সারা দেশের ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে