খুলনা প্রতিনিধি
ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।
ভঙ্গুর স্বাস্থ্য খাত সংস্কারে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সিভিল সার্জন অফিসে অবস্থান কর্মসূচি পালন করেছেন খুলনার চারটি মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী। তাঁদের দাবি বাস্তবায়ন না হলে ১২ মার্চের পর থেকে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি পালন করবে বলে জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে মিছিল নিয়ে আসেন খুলনা মেডিকেল কলেজ, গাজী মেডিকেল কলেজ, খুলনা সিটি মেডিকেল কলেজ এবং আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
এ সময় এক সংবাদ সম্মেলনে ৫ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. এমবিবিএস/বিডিএস ব্যতীত কেউ ‘ডাক্তার’ লিখতে পারবেন না—এ আইনের বিরুদ্ধে করা বিএমডিসির বিরুদ্ধে আদালতে চলমান মামলা, আইন ও জনস্বাস্থ্যবিরোধী সকল রিট আগামী ১২ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হবে। বিএমডিসি রেজিস্ট্রেশন শুধু এমবিবিএস/বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে। ২০১০ সাল থেকে ‘ম্যাটস’দের বিএমডিসি থেকে যে নিবন্ধন দেওয়া হয়েছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে।
২. উন্নত বিশ্বের চিকিৎসাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে। এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না।
৩. স্বাস্থ্য খাতে চিকিৎসক সংকট নিরসনে—
ক. দ্রুত ১০ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে সব শূন্য পদ পূরণ করতে হবে, আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে।
খ. প্রতিবছর ৪-৫ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে।
গ. ডাক্তারদের বিসিএসের বয়সসীমা ৩৪ করতে হবে।
৪. সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) ও মানহীন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দিতে হবে। ইতিমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রোহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে। নতুনভাবে এ ভর্তি বন্ধ করতে হবে। ম্যাটস স্টুডেন্টদের প্যারামেডিক্স এ প্রবেশ দিয়ে সম্পূর্ণভাবে ম্যাটস বন্ধ করতে হবে।
৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।
সংবাদ সম্মেলনে এই ৫ দাবি উত্থাপন করেন শিক্ষার্থী সৌরভ সরকার। দাবির সপক্ষে ব্যাখ্যা দেন সানজিদা নাহার কথা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিরাজ আল ইমরান, ফাহিম আহমেদ শিশির, মেহেদী মাহি প্রমুখ।
সংবাদ সম্মেলন শেষে মিছিল নিয়ে সিভিল সার্জন অফিসে যান শিক্ষার্থীরা। সেখানে কিছু সময় অবস্থান করে বিভিন্ন স্লোগান দিয়ে ফিরে যান শিক্ষার্থীরা।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২২ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২২ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২২ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২২ দিন আগে