ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসক থেকে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সকলে মিলে পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল ও আশপাশের এলাকা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও সুশীল সমাজ।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকেরা হাতপাতালের অভ্যন্তরের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ও অফিসারদের নিয়ে পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে আগের দিনের ময়লার স্তূপ অপসরণ করতে দেখা যায়।
জানা গেছে, সেবার মান ভালো হওয়ায় ফকিরহাটসহ আশপাশের উপজেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অতিরিক্ত রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনের ফেলা আবর্জনা অপসারণে হিমশিম খেতে হয় হাসপাতালের তিনজন পরিচ্ছন্ন কর্মীকে। ফলে নোংরা পরিবেশ থেকে হাসপাতালকে রক্ষা করতে সকলে মিলে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসা নিতে আসা আকলিমা খাতুন, নয়ন শেখ, আরতী রানী কুণ্ড, ঝুমা দাশসহ কয়েক জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হাসপাতালের বর্তমান পরিষ্কার পরিবেশ দেখে তাঁদের খুবই ভালো লাগছে। ইনডোর, আউটডোর ও আশপাশের আবর্জনা নিয়মিত অপসারণের ফলে মশা-মাছির উপদ্রব কমে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২টি পদের মধ্যে ৪৫টি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম বলেন, ‘সেবার মান ঠিক রাখতে এবং রোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আমরা সকলে মিলে কাজ করছি। অভ্যন্তরীণ মিটিং করে এ উদ্যোগ নিয়েছি। ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই মিলে হাসপাতালকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ করছি।’
সরকারি হাসপাতাল পরিষ্কার রাখতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে চিকিৎসক থেকে পরিচ্ছন্নতাকর্মী পর্যন্ত সকলে মিলে পরিচ্ছন্ন রাখছেন হাসপাতাল ও আশপাশের এলাকা। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রোগী ও সুশীল সমাজ।
আজ মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী, কর্মকর্তা ও চিকিৎসকেরা হাতপাতালের অভ্যন্তরের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ও অফিসারদের নিয়ে পরিচ্ছন্নতা কাজের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কয়েকটি দলে ভাগ হয়ে আগের দিনের ময়লার স্তূপ অপসরণ করতে দেখা যায়।
জানা গেছে, সেবার মান ভালো হওয়ায় ফকিরহাটসহ আশপাশের উপজেলা থেকে হাজার হাজার রোগী চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। অতিরিক্ত রোগী ও তাদের সঙ্গে আসা লোকজনের ফেলা আবর্জনা অপসারণে হিমশিম খেতে হয় হাসপাতালের তিনজন পরিচ্ছন্ন কর্মীকে। ফলে নোংরা পরিবেশ থেকে হাসপাতালকে রক্ষা করতে সকলে মিলে পরিষ্কারের উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসা নিতে আসা আকলিমা খাতুন, নয়ন শেখ, আরতী রানী কুণ্ড, ঝুমা দাশসহ কয়েক জন রোগীর সঙ্গে কথা হয়। তাঁরা জানান, হাসপাতালের বর্তমান পরিষ্কার পরিবেশ দেখে তাঁদের খুবই ভালো লাগছে। ইনডোর, আউটডোর ও আশপাশের আবর্জনা নিয়মিত অপসারণের ফলে মশা-মাছির উপদ্রব কমে গেছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১২টি পদের মধ্যে ৪৫টি পদ শূন্য রয়েছে। এসব পদের মধ্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদ বেশি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম বলেন, ‘সেবার মান ঠিক রাখতে এবং রোগীদের স্বার্থকে অগ্রাধিকার দিতে আমরা সকলে মিলে কাজ করছি। অভ্যন্তরীণ মিটিং করে এ উদ্যোগ নিয়েছি। ডাক্তার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই মিলে হাসপাতালকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে কাজ করছি।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫