Ajker Patrika

ব্যালট হাতে নেওয়ার আগ মুহূর্তে কেন্দ্রেই মারা গেলেন বৃদ্ধা 

কেশবপুর (যশোর) প্রতিনিধি
আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৯: ১০
ব্যালট হাতে নেওয়ার আগ মুহূর্তে কেন্দ্রেই মারা গেলেন বৃদ্ধা 

যশোরের কেশবপুরে পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে যান জয়রুপ বিবি (৭০)। কেন্দ্রে পোলিং এজেন্টের কাছে ভোটার নম্বর নেন, আঙুলে নির্বাচনের কালীর দাগও নেন তিনি। বাকি শুধু পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া। কিন্তু সেই সুযোগ পেলেন না ওই বৃদ্ধা। ব্যালট নেওয়ার আগেই অসুস্থ হয়ে পড়েন আর সেখানেই মৃত্যু হয় তাঁর। 

আজ বুধবার সকালে মজিদপুর ইউনিয়নের গোলাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। মৃত জয়রুপ বিবি মজিদপুর ইউনিয়নের ৮ নম্বর মির্জাপুর ওয়ার্ডের মৃত আনছার আলী মোড়লের স্ত্রী। 

জয়রুপ বিবির ছেলে আব্দুল হক বলেন, তার মা বুধবার সকালে ভোট দিতে এসে অসুস্থ হয়ে ভোটগ্রহণ কক্ষের ভেতরে মারা যান। 

এ ঘটনায় ওই কেন্দ্রের প্রিজাইটিং অফিসার কামরুজ্জামান বলেন, জয়রুপ বিবি ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার নেওয়ার আগেই অসুস্থ হয়ে কেন্দ্রেই মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত