Ajker Patrika

মায়ের হাত থেকে পড়ে পিকআপের চাকায় প্রাণ গেল শিশুর

ঝিনাইদহ প্রতিনিধি
মায়ের হাত থেকে পড়ে পিকআপের চাকায় প্রাণ গেল শিশুর

দুই মাস বয়সী সন্তান সিজানকে নিয়ে বাবার সঙ্গে মোটরসাইকেলে ডাক্তার দেখাতে যান শান্তা খাতুন। ডাক্তার দেখিয়ে ফিরছিলেনও। পথে দুর্ঘটনায় শান্তা বেগমের কোল থেকে পড়ে যায় শিশু সিজান। আর এ সময় দ্রুতগামী পিকআপভ্যানের চাকার নিচে পড়ে মৃত্যু হয় সিজানের।

আজ শুক্রবার সকাল ৯টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত সিজান কালীগঞ্জ উপজেলার ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের প্রবাসী শিহাব উদ্দীনের ছেলে। এক বছর হলো শিহাব উদ্দীন সৌদি আরব থাকেন। শিহাবের সিয়াম উদ্দীন নামে ৩ বছরের আরও একটি ছেলে সন্তান রয়েছে। সন্তানদের নিয়ে শিহাবের স্ত্রী শান্তা খাতুন একই উপজেলার তালিয়ান গ্রামেই তার বাবার বাড়িতে থাকেন। ঘটনার দিন শান্তা খাতুন ছেলেকে নিয়ে বাবার মোটরসাইকেলে চড়ে শহরে গিয়েছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা বলছে, সকালে শান্তা খাতুন তাঁর বাবার সঙ্গে মোটরসাইকেলে দুই মাসের সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে কালীগঞ্জ শহরে গিয়েছিলেন। শহরের মূল বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে হালকা ধাক্কা লেগে তার কোল থেকে পড়ে যায় শিশু সিজান। এ সময় মায়ের হাত থেকে শিশুটি রাস্তায় পড়ে গেলে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। এতে দুর্ঘটনাস্থলেই মৃত্যু যায়। 

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে তার স্বজনদের মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত