Ajker Patrika

বাসের ধাক্কায় ২ সহোদর নিহত

বাসের ধাক্কায় ২ সহোদর নিহত

যশোরের মণিরামপুরে বাসের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে যশোর-চুকনগর সড়কের সুন্দলপুর দিপ্র ইটভাটার সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-সাহাবুদ্দিন (৪০) ও মইনুদ্দিন (৩৫)। তাঁরা উপজেলার মাঝলাউড়ি গ্রামের সিরাজুল ইসলাম খোকার ছেলে। 

মণিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) শিকদার মতিয়ার রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামুন পরিবহনের ঘাতক বাসটি আমাদের হেফাজতে আছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বাসের ধাক্কায় দুই ভাই মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়েন। রাস্তা ভাঙা হওয়ায় বাসটি বাঁক নিতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আরেকজনকে পাঠানো হয় হাসপাতালে। 

নিহত দুই ভাইয়ের এক আত্মীয় আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে মইন ও সাহাবুদ্দিন মোটরসাইকেলে করে মনিরামপুর বাজারে যাচ্ছিলেন। মইন মোটরসাইকেল চালাচ্ছিলেন। পেছনে বসা ছিলেন সাহাবুদ্দিন। ইটভাটার সামনে বাসের ধাক্কায় সাহাবুদ্দিন ঘটনাস্থলেই মারা যায়। আহত মইনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।’ 

স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, ‘বাসের ধাক্কায় সকালে সাহাবুদ্দিনের মৃত্যু হয়েছে। আহত মইনুদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বিকেল চারটার দিকে ঢাকায় নেওয়া হচ্ছিল। ঢাকায় নেওয়ার পথে তাঁরও মৃত্যুও হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত