বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ৬৩ কেজি ৫০০ গ্রাম ওজনের এ মাছ দুটি মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন মাছের ক্রেতা মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন।
মাছ দুটি একনজর দেখতে মোংলা মাছ বাজারের উৎসুক লোকজন ভিড় জমায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফারুক নামের এক জেলের জালে এই মাছ দুটি ধরা পড়ে। আজ সকালে সুন্দরবনের দুবলার চরে ডাকে (উন্মুক্ত নিলামে) সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয় মাছ দুটি।
বিক্রি হওয়া মাছ দুটির মধ্যে বড় মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, অপেক্ষাকৃত ছোটটির ওজন ২৭ কেজি। বড়টি বিক্রি হয়েছে ১১ লাখে এবং ছোটটি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা।
এই মূল্যবান মাছ পাওয়া জেলে ফারুক হোসেন বলেন, ‘মৌসুম প্রায় শেষ পর্যায়ে, এত দিনে বড় মাছ না পাওয়ায় মনটা খারাপ ছিল। এই মাছ দুটো পাওয়ায় অনেক লাভ হয়েছে। বিক্রিও করেছি আশানুরূপ দামে।’
মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন বলেন, ‘এই মাছগুলো আমরা চট্টগ্রাম চালান করি। এসব মাছ অনেক ঝুঁকি নিয়ে কিনতে হয়। লাভও হয় অনেক। আশা করি, বেশ লাভ হবে।’
মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, ‘ভোল মাছ এ অঞ্চলে খুবই কম পাওয়ায় যায়। মোংলা পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে আগে দু-একটি পাওয়া যায়। মূলত এ মাছের ফুলকি-প্যাটা ও বালিশের কারণে দাম প্রচুর বেশি। এই মাছের প্যাটা ও বালিশ বিদেশে রপ্তানি হয়। এ দিয়ে নাকি মেডিসিন তৈরি করা হয়।’
আফজান আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও বিরল প্রজাতির দাতিনা ভোল মাছ মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে আসেনি। দুবলার চর থেকে কেনা এ মাছ দুটি চট্টগ্রামে আরও বেশি দামে বিক্রি হবে।’
জাবা ভোল বা সোনা ভোলের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া—এসব দেশে এই মাছের চাহিদা বেশি। এই মাছের ঔষধি গুণ থাকাতেই এর মূল্য এত বেশি।
মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। এরপর দেহের প্রায় প্রতিটি অংশ দিয়েই তৈরি হয় ওষুধ। এই মাছের বায়ু পটকা দিয়ে কিডনির নানা রোগের ওষুধ তৈরি হয় বলে জানা যায়।
বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়া দুটি ভোল মাছ সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় ৬৩ কেজি ৫০০ গ্রাম ওজনের এ মাছ দুটি মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসেন মাছের ক্রেতা মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন।
মাছ দুটি একনজর দেখতে মোংলা মাছ বাজারের উৎসুক লোকজন ভিড় জমায়। এর আগে গত বৃহস্পতিবার রাতে ফারুক নামের এক জেলের জালে এই মাছ দুটি ধরা পড়ে। আজ সকালে সুন্দরবনের দুবলার চরে ডাকে (উন্মুক্ত নিলামে) সাড়ে ১৮ লাখ টাকায় বিক্রি হয় মাছ দুটি।
বিক্রি হওয়া মাছ দুটির মধ্যে বড় মাছটির ওজন ৩৬ কেজি ৫০০ গ্রাম, অপেক্ষাকৃত ছোটটির ওজন ২৭ কেজি। বড়টি বিক্রি হয়েছে ১১ লাখে এবং ছোটটি বিক্রি হয়েছে ৭ লাখ ৫০ হাজার টাকায়। সে হিসাবে প্রতি কেজি মাছের মূল্য পড়েছে ২৯ হাজার ১৩৩ টাকা।
এই মূল্যবান মাছ পাওয়া জেলে ফারুক হোসেন বলেন, ‘মৌসুম প্রায় শেষ পর্যায়ে, এত দিনে বড় মাছ না পাওয়ায় মনটা খারাপ ছিল। এই মাছ দুটো পাওয়ায় অনেক লাভ হয়েছে। বিক্রিও করেছি আশানুরূপ দামে।’
মেসার্স জয়মনি ফিশের মালিক আল আমিন বলেন, ‘এই মাছগুলো আমরা চট্টগ্রাম চালান করি। এসব মাছ অনেক ঝুঁকি নিয়ে কিনতে হয়। লাভও হয় অনেক। আশা করি, বেশ লাভ হবে।’
মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে ও মৎস্য সমবায় সমিতি সভাপতি মো. আফজাল ফরাজী বলেন, ‘ভোল মাছ এ অঞ্চলে খুবই কম পাওয়ায় যায়। মোংলা পশুর নদী বা সুন্দরবন সংলগ্ন নদ-নদীতে আগে দু-একটি পাওয়া যায়। মূলত এ মাছের ফুলকি-প্যাটা ও বালিশের কারণে দাম প্রচুর বেশি। এই মাছের প্যাটা ও বালিশ বিদেশে রপ্তানি হয়। এ দিয়ে নাকি মেডিসিন তৈরি করা হয়।’
আফজান আরও বলেন, ‘দীর্ঘ ১০ বছরেও বিরল প্রজাতির দাতিনা ভোল মাছ মোংলা মৎস্য অবতরণ কেন্দ্রে আসেনি। দুবলার চর থেকে কেনা এ মাছ দুটি চট্টগ্রামে আরও বেশি দামে বিক্রি হবে।’
জাবা ভোল বা সোনা ভোলের বৈজ্ঞানিক নাম ‘প্রোটোনিবিয়া ডায়াকানথুস’। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া—এসব দেশে এই মাছের চাহিদা বেশি। এই মাছের ঔষধি গুণ থাকাতেই এর মূল্য এত বেশি।
মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। এরপর দেহের প্রায় প্রতিটি অংশ দিয়েই তৈরি হয় ওষুধ। এই মাছের বায়ু পটকা দিয়ে কিডনির নানা রোগের ওষুধ তৈরি হয় বলে জানা যায়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে