Ajker Patrika

স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজ ঘরে আগুন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজ ঘরে আগুন

খাগড়াছড়ির রামগড়ে স্ত্রী ও শ্বশুরের ওপর অভিমান করে নিজ ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার  অভিযোগ উঠেছে।  গতকাল শনিবার রাতে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের পূর্ববলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত মো. মিজান (৩২) পূর্ববলিপাড়া এলাকার মৃত আবদুল মান্নান চকিদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন বছর পূর্বে শ্বশুর বাড়ির সঙ্গে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্ত্রী জান্নতুল ফেরদৌসকে তাঁর বাবার বাড়িতে যাতায়াত সহ যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন স্বামী মিজান। গতকাল শনিবার শ্বশুর নোয়াখালী থেকে মেয়ে ও নাতি-নাতনিদের দেখতে  মেয়ের জামাইর বাড়িতে আসেন। নিজ ঘরে শ্বশুরকে দেখে ক্ষুব্ধ হয়ে ঘরে থাকা স্ত্রী ও তিন সন্তানকে বাইরে বের করে ঘরে তাল দিয়ে আগুন ধরিয়ে দেয় মিজান। 

ওয়ার্ড মেম্বার মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিন তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই মাটির তৈরি টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় অন্তত ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি জানান। 

রামগড় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে বাড়ির মালিক মিজান পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত