মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়া শ্মশানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে।
মানিকছড়ি থানায় অভিযোগ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উপপরিদর্শক সুমন কান্তি দে। তিনি বলেন, ‘সাধুপাড়া এলাকায় একটি বড় টিলারের একপাশে রয়েছে শ্মশান। এর কিছু জায়গা নিয়ে শ্মশান কমিটি ও কমিটির সাবেক সভাপতি মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।’
অভিযোগ থেকে জানা গেছে, বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়া, সাধনাপাড়া, পাঞ্জাপ্রু পাড়া ও পতিরাম পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের আদি বসবাস। এই চার গ্রামের একমাত্র শতবর্ষী শ্মশানটি সাধু পাড়া গ্রামে অবস্থিত। শ্মশান পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাধন কুমার ত্রিপুরা দায়িত্বে থাকার সময়ে (১৯৮০-১৯৮৫) শ্মশান টিলার অনেকাংশ নিজের দখলে নেন। এ নিয়ে প্রায় ২৫ বছর ধরে দখলকারী ও ত্রিপুরা জনগোষ্ঠীরা মুখোমুখি অবস্থানে আছেন। এই কারণে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গতকাল থানায় এসে প্রতিকার চেয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো মানুষ মারা গেলে সৎকারের সময় শ্মশানের জায়গা নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ১৯৮০-১৯৮৫ সময়ে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সাধন কুমার ত্রিপুরা। সেই সময় শ্মশান টিলার একাংশের রেকর্ডপত্র নিজের নামে করেন সাধন কুমার ত্রিপুরা।
সাধু পাড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শ্মশান পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বরেন্দ্র কুমার ত্রিপুরা বলেন, ‘সাধু পাড়া শতবর্ষী শ্মশান টিলায় অনেকাংশ সাবেক সভাপতি নিজ নামে জবরদখল করেন। বর্তমানে আনুমানিক ২ একরের জায়গায় সৎকার হয়। টিলার মধ্যখানের আরও প্রায় সাড়ে ৩ একর খালি জায়গায় সম্প্রতি দাহক্রিয়া করতে গেলে সাধন কুমার ত্রিপুরা বাধা দেওয়ায় বিরোধ দেখা দিয়েছে। সাধন কুমার ত্রিপুরা শ্মশানের জায়গা দখলে নেওয়ায় আমরা প্রতিবাদ করি। এ নিয়ে গত ২১ জুলাই আমাদের (প্রতিবাদকারীরা) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সাধন কুমার ত্রিপুরা।’
এদিকে সাধন কুমার ত্রিপুরার অভিযোগে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বরেন্দ্র কুমার ত্রিপুরা ও সম্পাদক নির্মল কান্তি ত্রিপুরাসহ কয়েকজনকে আজ শনিবার থানায় ডেকে পাঠালে শতাধিক নারী, পুরুষ দলবেঁধে এসে সাধন কুমার ত্রিপুরার বিরুদ্ধে শ্মশানে জায়গা জবরদখলের পাল্টা অভিযোগ করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মহরম আলী, চেয়ারম্যান মো. আবদুর রহিম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আজগর হোসেনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় খুব শিগগিরই উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয় আমিন (ভূমি-মাপক) নিয়ে জায়গা মেপে সমানভাবে বণ্টন করা হবে বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে।
সাধন কুমার ত্রিপুরা শ্মশানের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্মশানে পূর্ব নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও আমার ভোগ-দখলীয় জায়গায় শ্মশান কমিটি অহেতুক হস্তক্ষেপ করতে বারবার ঝামেলা করে। এরপরও সামাজিক ও ধর্মীয় স্বার্থে সহনশীল সমাধানে আমি একমত।’
বাটনাতলী ইউপির চেয়ারম্যান মো. আবদুর রহিম বলেন, ‘সাধুপাড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শ্মশান নিয়ে দীর্ঘদিনের ঝামেলা সুরাহায় ইতিপূর্বে অনেক চেষ্টা হলেও সমাধান করা যায়নি। এবার পুলিশের হস্তক্ষেপে বিষয়টি স্থায়ী সুরাহা করার চেষ্টা করব।’
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়া শ্মশানের জায়গা দখলের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে।
মানিকছড়ি থানায় অভিযোগ দেওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন উপপরিদর্শক সুমন কান্তি দে। তিনি বলেন, ‘সাধুপাড়া এলাকায় একটি বড় টিলারের একপাশে রয়েছে শ্মশান। এর কিছু জায়গা নিয়ে শ্মশান কমিটি ও কমিটির সাবেক সভাপতি মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে।’
অভিযোগ থেকে জানা গেছে, বাটনাতলী ইউনিয়নের সাধুপাড়া, সাধনাপাড়া, পাঞ্জাপ্রু পাড়া ও পতিরাম পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের আদি বসবাস। এই চার গ্রামের একমাত্র শতবর্ষী শ্মশানটি সাধু পাড়া গ্রামে অবস্থিত। শ্মশান পরিচালনা কমিটির সাবেক সভাপতি সাধন কুমার ত্রিপুরা দায়িত্বে থাকার সময়ে (১৯৮০-১৯৮৫) শ্মশান টিলার অনেকাংশ নিজের দখলে নেন। এ নিয়ে প্রায় ২৫ বছর ধরে দখলকারী ও ত্রিপুরা জনগোষ্ঠীরা মুখোমুখি অবস্থানে আছেন। এই কারণে ত্রিপুরা জনগোষ্ঠীর মানুষ শ্মশানের জমি দখলের প্রতিবাদে গতকাল থানায় এসে প্রতিকার চেয়েছেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ত্রিপুরা জনগোষ্ঠীর কোনো মানুষ মারা গেলে সৎকারের সময় শ্মশানের জায়গা নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। ১৯৮০-১৯৮৫ সময়ে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি ছিলেন সাধন কুমার ত্রিপুরা। সেই সময় শ্মশান টিলার একাংশের রেকর্ডপত্র নিজের নামে করেন সাধন কুমার ত্রিপুরা।
সাধু পাড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শ্মশান পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বরেন্দ্র কুমার ত্রিপুরা বলেন, ‘সাধু পাড়া শতবর্ষী শ্মশান টিলায় অনেকাংশ সাবেক সভাপতি নিজ নামে জবরদখল করেন। বর্তমানে আনুমানিক ২ একরের জায়গায় সৎকার হয়। টিলার মধ্যখানের আরও প্রায় সাড়ে ৩ একর খালি জায়গায় সম্প্রতি দাহক্রিয়া করতে গেলে সাধন কুমার ত্রিপুরা বাধা দেওয়ায় বিরোধ দেখা দিয়েছে। সাধন কুমার ত্রিপুরা শ্মশানের জায়গা দখলে নেওয়ায় আমরা প্রতিবাদ করি। এ নিয়ে গত ২১ জুলাই আমাদের (প্রতিবাদকারীরা) বিরুদ্ধে থানায় অভিযোগ করেন সাধন কুমার ত্রিপুরা।’
এদিকে সাধন কুমার ত্রিপুরার অভিযোগে শ্মশান পরিচালনা কমিটির সভাপতি বরেন্দ্র কুমার ত্রিপুরা ও সম্পাদক নির্মল কান্তি ত্রিপুরাসহ কয়েকজনকে আজ শনিবার থানায় ডেকে পাঠালে শতাধিক নারী, পুরুষ দলবেঁধে এসে সাধন কুমার ত্রিপুরার বিরুদ্ধে শ্মশানে জায়গা জবরদখলের পাল্টা অভিযোগ করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. মহরম আলী, চেয়ারম্যান মো. আবদুর রহিম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. আজগর হোসেনের উপস্থিতিতে সিদ্ধান্ত হয় খুব শিগগিরই উভয় পক্ষের উপস্থিতিতে স্থানীয় আমিন (ভূমি-মাপক) নিয়ে জায়গা মেপে সমানভাবে বণ্টন করা হবে বলে স্থানীয় লোকজন ও পুলিশ জানিয়েছে।
সাধন কুমার ত্রিপুরা শ্মশানের জায়গা দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্মশানে পূর্ব নির্ধারিত জায়গা থাকা সত্ত্বেও আমার ভোগ-দখলীয় জায়গায় শ্মশান কমিটি অহেতুক হস্তক্ষেপ করতে বারবার ঝামেলা করে। এরপরও সামাজিক ও ধর্মীয় স্বার্থে সহনশীল সমাধানে আমি একমত।’
বাটনাতলী ইউপির চেয়ারম্যান মো. আবদুর রহিম বলেন, ‘সাধুপাড়া ত্রিপুরা জনগোষ্ঠীর শ্মশান নিয়ে দীর্ঘদিনের ঝামেলা সুরাহায় ইতিপূর্বে অনেক চেষ্টা হলেও সমাধান করা যায়নি। এবার পুলিশের হস্তক্ষেপে বিষয়টি স্থায়ী সুরাহা করার চেষ্টা করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে