প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ি রামগড় উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা পাচ্ছেন না রোগীরা। জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও রোগীদের পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। পরীক্ষা–নিরীক্ষার জন্য রোগীদের নির্ভর করতে হয় চট্টগ্রাম ও ফেনীর ওপর। চিকিৎসক সংকটের কারণে নিয়মিত রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদেরও চিকিৎসা দিচ্ছেন তাঁরা। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন রোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে নিয়মিত গড়ে ২০০-৩০০ রোগী আসলেও ইনডোরে ভর্তি থাকছেন ১০-২০ জন। করোনা ছড়িয়ে পড়ার ভয়ে রোগীরা হাসপাতালে থাকতে অনীহা প্রকাশ করছেন।
জানা যায়, ২০১৩-২০১৪ অর্থ বছরে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় রূপান্তর করা হলেও কোন জনবল নিয়োগ দেওয়া হয়নি। ৩১ শয্যার কাঠামোতে হাসপাতাল চললেও সেখানে রয়েছে চিকিৎসক ও নার্সের অভাব। ৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক পদের সংখ্যা ১৩ টি, কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ২ জন। ১৪ জন নার্সের পরিবর্তে রয়েছে সাতজন। হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ গুলোতেও নেই পর্যাপ্ত জনবল। হাসপাতালে নেই কোন পুষ্টিবিদ। স্বাস্থ্য পরিদর্শকের দুটি পদই শূন্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে সাতজনের স্থানে রয়েছে দুজন। ৩৫ জন স্বাস্থ্য সহকারীর পরিবর্তে রয়েছে ২১ জন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬৬ ও ২১টি পদের পরিবর্তে যথাক্রমে কর্মরত ৩৮ ও ১৭টি পদ।
এ ছাড়াও সার্জারি, চক্ষু, গায়নি, এ্যাননেন্থিসিয়া, মেডিসিন, ডেন্টাল, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিভাগে নেই কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিকেল অফিসার (ইওসি), মেডিকেল অফিসার (আইএম ও) ও মেডিকেল অফিসার (এমএমসি) পদ গুলো শূন্য। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে হাসপাতালের তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্র পাতাছড়া, হাফছড়ি ও রামগড় ইউনিয়নের লামকুতে সব কটি পদই শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় স্থানীয় মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। যে কোন সমস্যায় স্থানীয়দের ঢাকা কিংবা চট্টগ্রামের ওপর নির্ভর করতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্ট সাধ্য।
দুই বছরের শিশু নিয়ে পাতাছড়া এলাকা থেকে আসা আব্দুল মমিন জানান, তাঁর ছেলে পেটে ব্যথায় ভুগছে। হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু চিকিৎসকেরা নিয়মিত রোগীর পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীদেরও সেবা দেন। ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে তিনি তাঁর সন্তানকে হাসপাতালে ভর্তি করাতে ভয় পাচ্ছেন।
চিকিৎসা নিতে আসা সোনাইপুল এলাকার জয়নাল মিয়া বলেন, হার্টের সমস্যা নিয়ে তিনি এসেছেন। হাসপাতালে হার্টের কোন বিশেষজ্ঞ নেই। করোনা পরিস্থিতিতে বাইরে গিয়ে চিকিৎসা করা কষ্টকর।
মহামুনি এলাকার বাসিন্দা রুবেল জানান, সামান্য রক্ত পরীক্ষা করার জন্যও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দৌড়াতে হয়। হাসপাতালে গুরুতর রোগী রাখে না কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের বিভাগীয় শহরে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তাঁরা বিষয়টি আমলে নিচ্ছেন না। রামগড়ে করোনার হার ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে মাত্র দুজন চিকিৎসক দিয়ে একটি উপজেলা হাসপাতাল চালানো সম্ভব নয়। তারপরও নিয়মিত রোগীর পাশাপাশি করোনা ইউনিটেও চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে। নিয়মিত রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়ায় সাধারণ মানুষের করোনার ঝুঁকি রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি নিরুপায় বলে জানান। পর্যাপ্ত ডাক্তার পেলে পালাবদল করে করোনা ইউনিট সহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সেবা সচল রাখা সম্ভব হবে বলে জানান তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জানান, সংকট নিরসনে জেলা পরিষদ চেয়ারম্যান ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাস বলেন, `হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। অনেক কষ্ট হলেও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। সাময়িকভাবে সেবা দেওয়ার জন্য ফটিকছড়ি থেকে একজন চিকিৎসক দ্রুত যোগদান করবে। তা ছাড়া স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।
খাগড়াছড়ি রামগড় উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা পাচ্ছেন না রোগীরা। জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটের কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও রোগীদের পর্যাপ্ত সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালে রয়েছে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব। পরীক্ষা–নিরীক্ষার জন্য রোগীদের নির্ভর করতে হয় চট্টগ্রাম ও ফেনীর ওপর। চিকিৎসক সংকটের কারণে নিয়মিত রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদেরও চিকিৎসা দিচ্ছেন তাঁরা। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন রোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগে নিয়মিত গড়ে ২০০-৩০০ রোগী আসলেও ইনডোরে ভর্তি থাকছেন ১০-২০ জন। করোনা ছড়িয়ে পড়ার ভয়ে রোগীরা হাসপাতালে থাকতে অনীহা প্রকাশ করছেন।
জানা যায়, ২০১৩-২০১৪ অর্থ বছরে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় রূপান্তর করা হলেও কোন জনবল নিয়োগ দেওয়া হয়নি। ৩১ শয্যার কাঠামোতে হাসপাতাল চললেও সেখানে রয়েছে চিকিৎসক ও নার্সের অভাব। ৩১ শয্যার হাসপাতালে চিকিৎসক পদের সংখ্যা ১৩ টি, কিন্তু বর্তমানে কর্মরত রয়েছেন ২ জন। ১৪ জন নার্সের পরিবর্তে রয়েছে সাতজন। হাসপাতালের গুরুত্বপূর্ণ বিভাগ গুলোতেও নেই পর্যাপ্ত জনবল। হাসপাতালে নেই কোন পুষ্টিবিদ। স্বাস্থ্য পরিদর্শকের দুটি পদই শূন্য, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে সাতজনের স্থানে রয়েছে দুজন। ৩৫ জন স্বাস্থ্য সহকারীর পরিবর্তে রয়েছে ২১ জন, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৬৬ ও ২১টি পদের পরিবর্তে যথাক্রমে কর্মরত ৩৮ ও ১৭টি পদ।
এ ছাড়াও সার্জারি, চক্ষু, গায়নি, এ্যাননেন্থিসিয়া, মেডিসিন, ডেন্টাল, অর্থোপেডিক, চর্ম ও যৌন বিভাগে নেই কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসক। মেডিকেল অফিসার (ইওসি), মেডিকেল অফিসার (আইএম ও) ও মেডিকেল অফিসার (এমএমসি) পদ গুলো শূন্য। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ে হাসপাতালের তিনটি উপ-স্বাস্থ্য কেন্দ্র পাতাছড়া, হাফছড়ি ও রামগড় ইউনিয়নের লামকুতে সব কটি পদই শূন্য রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় স্থানীয় মানুষজন চরম ভোগান্তিতে পড়েন। যে কোন সমস্যায় স্থানীয়দের ঢাকা কিংবা চট্টগ্রামের ওপর নির্ভর করতে হয়। যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্ট সাধ্য।
দুই বছরের শিশু নিয়ে পাতাছড়া এলাকা থেকে আসা আব্দুল মমিন জানান, তাঁর ছেলে পেটে ব্যথায় ভুগছে। হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। কিন্তু চিকিৎসকেরা নিয়মিত রোগীর পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীদেরও সেবা দেন। ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে তিনি তাঁর সন্তানকে হাসপাতালে ভর্তি করাতে ভয় পাচ্ছেন।
চিকিৎসা নিতে আসা সোনাইপুল এলাকার জয়নাল মিয়া বলেন, হার্টের সমস্যা নিয়ে তিনি এসেছেন। হাসপাতালে হার্টের কোন বিশেষজ্ঞ নেই। করোনা পরিস্থিতিতে বাইরে গিয়ে চিকিৎসা করা কষ্টকর।
মহামুনি এলাকার বাসিন্দা রুবেল জানান, সামান্য রক্ত পরীক্ষা করার জন্যও ডায়াগনস্টিক সেন্টার গুলোতে দৌড়াতে হয়। হাসপাতালে গুরুতর রোগী রাখে না কর্তৃপক্ষ। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের বিভাগীয় শহরে রেফার করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতীক সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার বলার পরেও তাঁরা বিষয়টি আমলে নিচ্ছেন না। রামগড়ে করোনার হার ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে মাত্র দুজন চিকিৎসক দিয়ে একটি উপজেলা হাসপাতাল চালানো সম্ভব নয়। তারপরও নিয়মিত রোগীর পাশাপাশি করোনা ইউনিটেও চিকিৎসা সেবা অব্যাহত রাখা হয়েছে। নিয়মিত রোগীদের পাশাপাশি করোনা আক্রান্ত রোগীদেরও চিকিৎসা সেবা দেওয়ায় সাধারণ মানুষের করোনার ঝুঁকি রয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি নিরুপায় বলে জানান। পর্যাপ্ত ডাক্তার পেলে পালাবদল করে করোনা ইউনিট সহ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র সেবা সচল রাখা সম্ভব হবে বলে জানান তিনি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি জানান, সংকট নিরসনে জেলা পরিষদ চেয়ারম্যান ও সিভিল সার্জনকে জানানো হয়েছে।
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাস বলেন, `হাসপাতালে পর্যাপ্ত জনবল নেই। অনেক কষ্ট হলেও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। সাময়িকভাবে সেবা দেওয়ার জন্য ফটিকছড়ি থেকে একজন চিকিৎসক দ্রুত যোগদান করবে। তা ছাড়া স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৫ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৫ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৫ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৫ দিন আগে