খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ১৩ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন মারমা সমর্থিত) বিদায়ী সভাপতি সুভাষ কান্তি চাকমা।
সম্মেলনে বক্তারা ১৯৯৭ সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সম্পাদিত চুক্তির বেশির ভাগ ধারা এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন–‘হয়ত আমাদের জীবদ্দশায় এই চুক্তি বাস্তবায়নের যে আশা-সম্ভাবনা সেটা আমরা দেখছি না।’ তাই চুক্তি বাস্তবায়নে তরুণ সমাজকে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা আছে। এখানে বিশেষ শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে আরও অনেক কিছু সংযোজনের প্রয়োজন আছে।’ তবু পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসীদের জন্য যতটুকু অধিকারের স্বীকৃতি এখানে আছে, সেটুকুই আদায় করে নেওয়ার আহ্বান জানান।
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সব অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন’ স্লোগানে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেএসএসে বিদায়ী সহসভাপতি বিভু রঞ্জন চাকমা।
বক্তব্য দেন–জেএসএসের সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রিয়দর্শী চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ মোহন চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, জেলা ঠিকাদার সমিতির সভাপতি রবি শংকর তালুকদার প্রমুখ। সঞ্চালনা করেন তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।
উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, জেএসএসের বিদায়ী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক কাকলী খীসা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা প্রমুখ।
তিন দিনব্যাপী (২৮,২৯ ও ৩০ মে) জাতীয় সম্মেলনে ১৫০ প্রতিনিধি ও ২৮০ পর্যবেক্ষক অংশ নেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে শোকপ্রস্তাব পাঠ করা হয়।
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তিন দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার পানখাইয়াপাড়া মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ১৩ তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন মারমা সমর্থিত) বিদায়ী সভাপতি সুভাষ কান্তি চাকমা।
সম্মেলনে বক্তারা ১৯৯৭ সালে সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে সম্পাদিত চুক্তির বেশির ভাগ ধারা এখন পর্যন্ত বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করে বলেন–‘হয়ত আমাদের জীবদ্দশায় এই চুক্তি বাস্তবায়নের যে আশা-সম্ভাবনা সেটা আমরা দেখছি না।’ তাই চুক্তি বাস্তবায়নে তরুণ সমাজকে নতুন আশা-আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিতে অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা আছে। এখানে বিশেষ শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে আরও অনেক কিছু সংযোজনের প্রয়োজন আছে।’ তবু পার্বত্য অঞ্চলের স্থায়ী অধিবাসীদের জন্য যতটুকু অধিকারের স্বীকৃতি এখানে আছে, সেটুকুই আদায় করে নেওয়ার আহ্বান জানান।
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলন নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত প্রতিক্রিয়াশীল, সুবিধাবাদী সব অপশক্তির বিরুদ্ধে সুদৃঢ় ঐক্য গড়ে তুলুন’ স্লোগানে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন জেএসএসে বিদায়ী সহসভাপতি বিভু রঞ্জন চাকমা।
বক্তব্য দেন–জেএসএসের সাংগঠনিক সম্পাদক অংশুমান চাকমা, পিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজন চাকমা ঝিমিট, যুব সমিতির কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রিয়দর্শী চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ মোহন চাকমা, জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা বকুল, জেলা ঠিকাদার সমিতির সভাপতি রবি শংকর তালুকদার প্রমুখ। সঞ্চালনা করেন তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।
উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, জেএসএসের বিদায়ী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক কাকলী খীসা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির আইন বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা প্রমুখ।
তিন দিনব্যাপী (২৮,২৯ ও ৩০ মে) জাতীয় সম্মেলনে ১৫০ প্রতিনিধি ও ২৮০ পর্যবেক্ষক অংশ নেন। এর আগে সংগঠনের পক্ষ থেকে শোকপ্রস্তাব পাঠ করা হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫