Ajker Patrika

মানব পাচারের অভিযোগে ঢাকা থেকে চীনা দম্পতি গ্রেপ্তার 

খাগড়াছড়ি প্রতিনিধি
মানব পাচারের অভিযোগে ঢাকা থেকে চীনা দম্পতি গ্রেপ্তার 

রাজধানীর উত্তরা থেকে চীনে পাচারে জন্য জড়ো করা পাঁচ ভিকটিমকে উদ্ধার করেছে খাগড়াছড়ির পুলিশ। গতকাল শনিবার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়। 

এ সময় পাচার চক্রের জিও সুইওয়ে (৩৪) নামে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তার স্ত্রী সুমি চাকমা হেলিকে ঢাকার বসুন্ধরা থেকে আটক করা হয়। 

আজ রোববার খাগড়াছড়ি পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ২ জুন পানছড়ি থেকে নিখোঁজ হয় দুই তরুণী। এই ঘটনায় পানছড়ি থানার দুইটি সাধারণ ডায়েরির সূত্র ধরে অভিযানে নামে পুলিশ। প্রযুক্তির সাহায্যে গতকাল শনিবার ঢাকার উত্তরা ১২ নম্বর সেক্টরের হরিজেন্টাল ভবনের একটি অভিজাত ফ্ল্যাট থেকে তাদের উদ্ধার করা হয়।’ 

পুলিশ সুপার মুক্তা ধর বলেন, ‘ওই ফ্ল্যাটে পানছড়ি থেকে নিখোঁজ দুই তরুণীসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার জিও সুইওয়েকে রোববার খাগড়াছড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। সুমি চাকমা হেলিকে রোববার সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত