রাঙামাটি, খাগড়াছড়ি প্রতিনিধি
ঈদের ছুটিতে রাঙামাটি, খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটকদের উপস্থিতি বাড়ায় পর্যটনকেন্দ্রগুলোর আয়ও বেড়েছে।
রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণ, শুভলং ঝরনা—সবখানেই ছিল পর্যটকদের পদচারণায় মুখরিত। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদের পার্কেও ভিড় ছিল তুলনামূলক বেশি।
রাঙামাটি পর্যটন ঘাটের বোট ইজারাদার মো. রমজান বলেন, ‘দুই বছর পর এবার আমরা পর্যটকদের নিয়ে নৌভ্রমণে বের হতে পেরেছি। এতে বোটের মালিক, চালকদের কিছু আয় হয়েছে, যা বিগত দুই বছরে একেবারে শূন্য আয় ছিল।’
রিজার্ভ বাজারে অবস্থিত বেসরকারি আবাসিক হোটেল মতি মহলের পরিচালক মো. শফিউল আজম জানান, এবারের ঈদের ছুটিতে প্রচুর পর্যটক এসেছে রাঙামাটিতে। এতে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল মানুষের কম-বেশি আয় হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে রাঙামাটির পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে।
এ বিষয়ে পর্যটন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমাদের হোটেলের ৮০ ভাগ কক্ষ ভাড়া হয়েছে। এই কয়েক দিনে শুধু ঝুলন্ত সেতু পরিদর্শন করেছেন প্রায় ৪ হাজার পর্যটক। বিগত দুই বছরের তুলনায় এবারই প্রথম একসঙ্গে এত পর্যটক এল রাঙামাটিতে।
রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এবারের ঈদে পর্যটকেরা মনের আনন্দ নিয়ে রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরেছে।
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা জানান, প্রতিদিন অন্তত ৩ হাজার পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে। দীর্ঘদিন পর পর্যটক সমাগম বাড়ায় পর্যটনকেন্দ্রের আয়ও বেড়েছে।
খাগড়াছড়ির আলুটিলা পার্কে বেড়াতে আসা স্থানীয় পর্যটক রিতু এশা, রাজীব ও শিশির মোর্শেদ বলেন, দীর্ঘদিন পর পরিবারের সবাই মিলে পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে ভালো লাগছে।
খাগড়াছড়ি জেলার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের হোটেলের ৫০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে।’
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আবদুল আজিজ জানান, পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ। নিরাপত্তার কোনো সংকট নেই। আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরনাসহ পর্যটনকেন্দ্রগুলোতে জেলা পুলিশের ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
ঈদের ছুটিতে রাঙামাটি, খাগড়াছড়িতে পর্যটকদের সমাগম বেড়েছে। পর্যটকদের উপস্থিতি বাড়ায় পর্যটনকেন্দ্রগুলোর আয়ও বেড়েছে।
রাঙামাটির ঝুলন্ত সেতু, পলওয়ে পার্ক, কাপ্তাই হ্রদের নৌ ভ্রমণ, শুভলং ঝরনা—সবখানেই ছিল পর্যটকদের পদচারণায় মুখরিত। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদের পার্কেও ভিড় ছিল তুলনামূলক বেশি।
রাঙামাটি পর্যটন ঘাটের বোট ইজারাদার মো. রমজান বলেন, ‘দুই বছর পর এবার আমরা পর্যটকদের নিয়ে নৌভ্রমণে বের হতে পেরেছি। এতে বোটের মালিক, চালকদের কিছু আয় হয়েছে, যা বিগত দুই বছরে একেবারে শূন্য আয় ছিল।’
রিজার্ভ বাজারে অবস্থিত বেসরকারি আবাসিক হোটেল মতি মহলের পরিচালক মো. শফিউল আজম জানান, এবারের ঈদের ছুটিতে প্রচুর পর্যটক এসেছে রাঙামাটিতে। এতে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল মানুষের কম-বেশি আয় হয়েছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে রাঙামাটির পর্যটন খাত ঘুরে দাঁড়াতে পারবে।
এ বিষয়ে পর্যটন করপোরেশনের রাঙামাটি ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে আমাদের হোটেলের ৮০ ভাগ কক্ষ ভাড়া হয়েছে। এই কয়েক দিনে শুধু ঝুলন্ত সেতু পরিদর্শন করেছেন প্রায় ৪ হাজার পর্যটক। বিগত দুই বছরের তুলনায় এবারই প্রথম একসঙ্গে এত পর্যটক এল রাঙামাটিতে।
রাঙামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, এবারের ঈদে পর্যটকেরা মনের আনন্দ নিয়ে রাঙামাটির দর্শনীয় স্থানগুলো ঘুরেছে।
খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা জানান, প্রতিদিন অন্তত ৩ হাজার পর্যটক আলুটিলা ভ্রমণ করেছে। দীর্ঘদিন পর পর্যটক সমাগম বাড়ায় পর্যটনকেন্দ্রের আয়ও বেড়েছে।
খাগড়াছড়ির আলুটিলা পার্কে বেড়াতে আসা স্থানীয় পর্যটক রিতু এশা, রাজীব ও শিশির মোর্শেদ বলেন, দীর্ঘদিন পর পরিবারের সবাই মিলে পর্যটনকেন্দ্রে ঘুরতে এসে ভালো লাগছে।
খাগড়াছড়ি জেলার আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও হোটেল গাইরিংয়ের ব্যবস্থাপনা পরিচালক এস অনন্ত বিকাশ ত্রিপুরা বলেন, ‘ঈদের ছুটিতে আমাদের হোটেলের ৫০ শতাংশ কক্ষ ভাড়া হয়েছে।’
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আবদুল আজিজ জানান, পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ। নিরাপত্তার কোনো সংকট নেই। আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝরনাসহ পর্যটনকেন্দ্রগুলোতে জেলা পুলিশের ফোর্স নিরাপত্তার দায়িত্ব পালন করছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১২ আগস্ট ২০২৫লক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১২ আগস্ট ২০২৫দুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১২ আগস্ট ২০২৫চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১২ আগস্ট ২০২৫