রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার (২৮ মে) মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তাঁরা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গুইমারা উপজেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হতো। স্থানগুলো হলো জালিয়াপাড়া মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে, কাজী টাওয়ারের নিচে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে।
তাঁদের অভিযোগ, দিনে ও রাতে কাঠ, ইট, বালু ও মালবাহী ট্রাক থেকে বিভিন্ন সমিতির নামে টাকা আদায় করা হয়। চাঁদার অঙ্ক ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কোনো চালক টাকা না দিলে তাঁর গাড়ি আটকে দেওয়া হতো।
স্থানীয় এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। এই নিয়ে আমরা অনেক ভুগেছি।’
প্যাট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
আটক দুই ব্যক্তিকে পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে আটক করেছেন সেনাসদস্যরা। গতকাল বুধবার (২৮ মে) মধ্যরাতে উপজেলার জালিয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন মো. শাইয়েন কাদিরের নেতৃত্বে একটি টহল দল অভিযানে অংশ নেয়।
আটক ব্যক্তিরা হলেন মো. খলিলুর রহমান (৪৭) ও মো. আবু সায়েদ (৪৫)। তাঁরা গুইমারা উপজেলার হাফছড়ি এলাকার বাসিন্দা। তাঁদের কাছ থেকে অবৈধ চাঁদা আদায়ের রসিদ জব্দ করা হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গুইমারা উপজেলার অন্তত পাঁচটি স্থানে বিভিন্ন সমিতি ও সংগঠনের নামে নিয়মিতভাবে চাঁদা আদায় করা হতো। স্থানগুলো হলো জালিয়াপাড়া মসজিদের সামনে, কাসেম হোটেলের পাশে, জালিয়াপাড়া পুলিশ ফাঁড়ির পাশে, কাজী টাওয়ারের নিচে এবং হাতিমোড়া পুলিশ বক্সের সামনে।
তাঁদের অভিযোগ, দিনে ও রাতে কাঠ, ইট, বালু ও মালবাহী ট্রাক থেকে বিভিন্ন সমিতির নামে টাকা আদায় করা হয়। চাঁদার অঙ্ক ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। কোনো চালক টাকা না দিলে তাঁর গাড়ি আটকে দেওয়া হতো।
স্থানীয় এক ট্রাকচালক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘প্রতিদিন রাস্তায় চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি আটকে রাখে। এই নিয়ে আমরা অনেক ভুগেছি।’
প্যাট্রল কমান্ডার ক্যাপ্টেন মো. শাইয়েন কাদির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চাঁদাবাজকে চাঁদা তোলার সময় আটক করা হয়েছে। চাঁদাবাজদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই অভিযান চলমান থাকবে।
আটক দুই ব্যক্তিকে পরে গুইমারা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে