Ajker Patrika

সরিয়ে দেওয়া চেয়ারম্যানের কক্ষে মিলল ৯ লাখ টাকার বান্ডিল

খাগড়াছড়ি প্রতিনিধি 
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে মিলল টাকার বান্ডিল। ছবি: আজকের পত্রিকা
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে মিলল টাকার বান্ডিল। ছবি: আজকের পত্রিকা

দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, টাকাগুলো গণনার পর দেখা যায়, মোট ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা রয়েছে। টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

জানা যায়, আজ দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানের অফিস কক্ষ পরিদর্শন করেন। এ সময় একটি ড্রয়ার খুলতেই এই নগদ টাকার সন্ধান পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি আইনানুগভাবে নিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’

গত শনিবার খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি-বাণিজ্য এবং ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয় তাঁকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত