পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।
১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
খাগড়াছড়ির দুটি উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশি আখ্যা দিয়ে ভারত থেকে ৬৬ জনের অনুপ্রবেশের চেষ্টার খবর পাওয়া গেছে। আজ বুধবার ভোরে মাটিরাঙ্গা ও পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে এই চেষ্টা করা হয়।
এর মধ্যে মাটিরাঙ্গার ৪০ বিজিবি জোনের শান্তিপুর বিওপির আওতাধীন শান্তিপুর সীমান্ত দিয়ে তিন পরিবারের ২৭ জন, তাইন্দং দিয়ে ৯ জন, পানছড়ির রুপসেনপাড়ার পাহাড়ি এলাকা দিয়ে ২৪ জন, বিটিলার গহিন অরণ্য দিয়ে ৬ জনসহ মোট ৬৬ জনে অবৈধভাবে অনুপ্রবেশের তথ্য পাওয়া গেছে।
তবে এ সংখ্যা আরও বেশি হতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের ধারণা। ওইসব ব্যক্তি প্রত্যেকেই ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা এবং তাঁরা মুসলিম ধর্মের অনুসারী বলে জানা গেছে। তাঁরা গুজরাটি ও বাংলা ভাষায় কথা বলতে পারেন।
জানতে চাইলে স্থানীয় ১ নম্বর লোগাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয় কুমার চাকমা বলেন, ‘ভারতীয়দের বাংলাদেশের সীমান্তের ভেতরে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে শুনেছি। দুর্গম সীমান্ত এলাকা হওয়ায় সেখানে যাওয়া সম্ভব হয়নি। তবে এ বিষয়ে বিজিবির পাশাপাশি আমরাও সতর্ক আছি।’
সীমান্তে ভারতীয় নাগরিকদের বরাতে স্থানী বাসিন্দারা জানান, গুজরাট থেকে দুটি বিমানযোগে আনুমানিক ৪৫০ জনকে ত্রিপুরা রাজ্যে নিয়ে আসা হয়। তাঁদের পর্যায়ক্রমে অনুপ্রবেশ করানো হবে।
১১৪ বিএসএফ এলকেপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আজ ভোরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার উদয়পুর জেলার রইস্যাবাড়ী ও নতুন বাজার সীমান্ত দিয়ে বাংলাদেশের পার্বত্যাঞ্চলের গহিন অরণ্য এলাকা দিয়ে তাঁদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করেছে। এর আগে চোখ বেঁধে প্রায় ১ ঘণ্টা পায়ে হাঁটিয়ে বাংলাদেশের সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করায় বিএসএফ।
এদিকে পানছড়ি ব্যাটালিয়ন ৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে বিজিবি সদস্যরা নিয়োজিত রয়েছেন। তবে অনুপ্রবেশ করানোর বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে