মিল্টন চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও নেই নিজস্ব কমপ্লেক্স ভবন। শতবর্ষী সদর ইউপিতে পুরোনো টিনশেড-আধপাকা ঘরে চলছে দাপ্তরিক কাজ। এমনকি ক্যায়াংঘাট ইউপিতে তাও নেই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, শতাধিক বছর আগের মহালছড়ি থানাকে গত আশির দশকের শেষ দিকে উপজেলায় উন্নীত করা হয়। তখন ৫টি ইউপি থাকলেও ২০১৪ সালে গুইমারা উপজেলা তৈরির পর এর সংখ্যা দাঁড়ায় ৪ টি।
ইউনিয়নগুলো হচ্ছে সদর ইউনিয়ন, মুবাছড়ি, মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন। এর মধ্যে ৩টি ইউপিতে টিনশেড-আধপাকা ঘর থাকলেও ক্যায়াংঘাট ইউনিয়নে তা নেই। ফলে অন্যের ঘর ভাড়া করে চলছে এর কার্যক্রম।
দুই মেয়াদে ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবৎ ক্যায়াংঘাট ইউপির ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এ যাবৎ মাইসছড়ি বাজারে
১টি ও ক্যায়াংঘাট গ্রামে ১টি ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।
ভবন না হওয়া সম্পর্কে চেয়ারম্যান বিশ্বজিৎ বলেন, ইউপির নামে জায়গা বন্দোবস্ত না থাকায় কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। ইউনিয়নের জন্য কেউ জমি দাতা থাকলেও নাম পরিবর্তনসহ কাজ গুছিয়ে আনা দীর্ঘ সময়ের ব্যাপার। তাই কমপ্লেক্স ভবন নির্মাণ বিলম্ব হচ্ছে।
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, ইউপির নামে ৮০ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে। ভবনের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল বলেন, ১৯০৫ সাল থেকেই মহালছড়ি সদর ইউপির কার্যক্রম চলছে। এখনো সেই পুরোনো টিনশেড ঘরে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
কমপ্লেক্স ভবন না থাকা প্রসঙ্গে রতন শীল বলেন, ইউপির জায়গাটি উপজেলা পরিষদের সীমানায় অন্তর্ভুক্ত। এ কারণে কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। উপজেলা পরিষদের সঙ্গে বোঝাপড়া করেই জমি সংক্রান্ত সমস্যা মেটাতে হবে।
একই সমস্যা নিয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, জায়গা সংক্রান্ত জটিলতায় কমপ্লেক্স ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে ভূমি জটিলতা নিরসন হওয়ার পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি জায়গা স্বল্পতার কারণে কমপ্লেক্স ভবন করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব। যেভাবেই হোক দ্রুত কমপ্লেক্স ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করব।’
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) একটিতেও নেই নিজস্ব কমপ্লেক্স ভবন। শতবর্ষী সদর ইউপিতে পুরোনো টিনশেড-আধপাকা ঘরে চলছে দাপ্তরিক কাজ। এমনকি ক্যায়াংঘাট ইউপিতে তাও নেই।
উপজেলা প্রশাসনের তথ্য মতে, শতাধিক বছর আগের মহালছড়ি থানাকে গত আশির দশকের শেষ দিকে উপজেলায় উন্নীত করা হয়। তখন ৫টি ইউপি থাকলেও ২০১৪ সালে গুইমারা উপজেলা তৈরির পর এর সংখ্যা দাঁড়ায় ৪ টি।
ইউনিয়নগুলো হচ্ছে সদর ইউনিয়ন, মুবাছড়ি, মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন। এর মধ্যে ৩টি ইউপিতে টিনশেড-আধপাকা ঘর থাকলেও ক্যায়াংঘাট ইউনিয়নে তা নেই। ফলে অন্যের ঘর ভাড়া করে চলছে এর কার্যক্রম।
দুই মেয়াদে ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ চাকমা বলেন, ‘দীর্ঘ ৩০ বছর যাবৎ ক্যায়াংঘাট ইউপির ঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। এ যাবৎ মাইসছড়ি বাজারে
১টি ও ক্যায়াংঘাট গ্রামে ১টি ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করছি।
ভবন না হওয়া সম্পর্কে চেয়ারম্যান বিশ্বজিৎ বলেন, ইউপির নামে জায়গা বন্দোবস্ত না থাকায় কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। ইউনিয়নের জন্য কেউ জমি দাতা থাকলেও নাম পরিবর্তনসহ কাজ গুছিয়ে আনা দীর্ঘ সময়ের ব্যাপার। তাই কমপ্লেক্স ভবন নির্মাণ বিলম্ব হচ্ছে।
মাইসছড়ি ইউপি চেয়ারম্যান সাজাই মারমা বলেন, ইউপির নামে ৮০ শতক জমি রেজিস্ট্রি করা হয়েছে। ভবনের জন্য মন্ত্রণালয়ে কাগজপত্র পাঠানো হয়েছে।
মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রতন কুমার শীল বলেন, ১৯০৫ সাল থেকেই মহালছড়ি সদর ইউপির কার্যক্রম চলছে। এখনো সেই পুরোনো টিনশেড ঘরে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
কমপ্লেক্স ভবন না থাকা প্রসঙ্গে রতন শীল বলেন, ইউপির জায়গাটি উপজেলা পরিষদের সীমানায় অন্তর্ভুক্ত। এ কারণে কমপ্লেক্স ভবন নির্মাণ করা যাচ্ছে না। উপজেলা পরিষদের সঙ্গে বোঝাপড়া করেই জমি সংক্রান্ত সমস্যা মেটাতে হবে।
একই সমস্যা নিয়ে মুবাছড়ি ইউপি চেয়ারম্যান বাপ্পী খীসা বলেন, জায়গা সংক্রান্ত জটিলতায় কমপ্লেক্স ভবন নির্মাণ সম্ভব হচ্ছে না। তবে ভূমি জটিলতা নিরসন হওয়ার পথে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবাইদা আক্তার বলেন, ‘খোঁজ নিয়ে দেখেছি জায়গা স্বল্পতার কারণে কমপ্লেক্স ভবন করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পাঠাব। যেভাবেই হোক দ্রুত কমপ্লেক্স ভবন নির্মাণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করব।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে