খাগড়াছড়ি (মানিকছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. হুমায়ুন কবির ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন। কেমোথেরাপি ও ইনজেকশনের মাধ্যমে চলছে তার চিকিৎসা। এ কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না সে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত রমজানের শুরুতে হঠাৎ ধরা পড়ে তার ব্লাড ক্যানসার। আর্থিক সংকটে প্রাথমিক চিকিৎসার পর থেমে যায় তার চিকিৎসা কার্যক্রম। বিষয়টি জানাজানি হলে উপজেলার মানবিক স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্য চেয়ে তাঁরা প্রায় পৌনে তিন লাখ টাকা সংগ্রহ করেন। এরপর হুমায়ুনকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক মাসে ছয় দফা কেমোথেরাপি নেওয়ার পর কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে হুমায়ুন। তবে এখনো চিকিৎসকদের কড়া নির্দেশে তাকে জনসমক্ষে যাওয়া বা স্বাভাবিক চলাচল থেকে বিরত থাকতে হচ্ছে।
গতকাল রোববার আজকের পত্রিকাকে হুমায়ুন কবির বলেন, ‘খুব ইচ্ছে ছিল পরীক্ষায় বসার। লেখাপড়া করে একজন মানবিক ও নৈতিক মানুষ হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে থামিয়ে দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষাকেন্দ্রে যেতেও পারিনি। সহপাঠীদের সঙ্গে দেখা করে দোয়া চাওয়ার ইচ্ছেটাও অপূর্ণ রইল। তবে আমার পাশে যাঁরা দাঁড়িয়েছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
খাগড়াছড়ির মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মো. হুমায়ুন কবির ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগে চিকিৎসাধীন। কেমোথেরাপি ও ইনজেকশনের মাধ্যমে চলছে তার চিকিৎসা। এ কারণে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না সে, যা তাকে গভীরভাবে মর্মাহত করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, হুমায়ুন কবির ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থী। গত রমজানের শুরুতে হঠাৎ ধরা পড়ে তার ব্লাড ক্যানসার। আর্থিক সংকটে প্রাথমিক চিকিৎসার পর থেমে যায় তার চিকিৎসা কার্যক্রম। বিষয়টি জানাজানি হলে উপজেলার মানবিক স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসেন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে সাহায্য চেয়ে তাঁরা প্রায় পৌনে তিন লাখ টাকা সংগ্রহ করেন। এরপর হুমায়ুনকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়।
গত এক মাসে ছয় দফা কেমোথেরাপি নেওয়ার পর কিছুটা সুস্থতার দিকে যাচ্ছে হুমায়ুন। তবে এখনো চিকিৎসকদের কড়া নির্দেশে তাকে জনসমক্ষে যাওয়া বা স্বাভাবিক চলাচল থেকে বিরত থাকতে হচ্ছে।
গতকাল রোববার আজকের পত্রিকাকে হুমায়ুন কবির বলেন, ‘খুব ইচ্ছে ছিল পরীক্ষায় বসার। লেখাপড়া করে একজন মানবিক ও নৈতিক মানুষ হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। কিন্তু ভাগ্য আমাকে থামিয়ে দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে পরীক্ষাকেন্দ্রে যেতেও পারিনি। সহপাঠীদের সঙ্গে দেখা করে দোয়া চাওয়ার ইচ্ছেটাও অপূর্ণ রইল। তবে আমার পাশে যাঁরা দাঁড়িয়েছেন, আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে