আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াড় আবাসন প্রকল্পের দশ বিঘার একটি পুকুরের ইজারা নিয়ে আবাসনের বাসিন্দারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। পুকুরের ইজারা নিয়ে বিভক্ত দুটি পক্ষের এক পক্ষের অভিযোগ, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে আবাসন প্রকল্পের সভাপতি ইদ্রিস আলীকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রোয়াড় আবাসন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন আবাসনের বাসিন্দারা। সংবাদ সম্মেলনে রোয়াড় আবাসন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ভুক্তভোগী ইদ্রিস আলী, সাইদুর রহমান, সাবিনাসহ অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত রোয়াড় আবাসন প্রকল্পের পুকুরটি ৬০টি বরাদ্দ করা ঘরের মধ্যে বর্তমানে ৩২টি ঘরের বাসিন্দা ভোগদখল করছেন। পুকুরটি ছয় বছর মেয়াদে ১১ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া। চলতি বছরের ৫ আগস্টের পর তিনি পুকুর ছেড়ে দেন। এরপর পুকুরের ইজারা নিয়ে ৩২টি ঘরের বাসিন্দারা দুই দলে বিভক্ত হন।
আব্দুর রহিম বলেন, ‘৩২ ঘরের মধ্যে আমরা সভাপতি-সম্পাদকসহ ২৫ ঘর নিজেরাই ইজারা নিয়ে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নিই। আব্দুর হান্নানসহ সাত ঘরের লোকজন তাতে বাধ সাধেন। তাঁরাও পুকুরের ইজারা নিতে চান। এ নিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিএনপির নেতারা ৯ লাখ টাকায় আমাদের পুকুরের ইজারা দেওয়ার পক্ষে মত দেন। তবে অপর পক্ষ তা মানছিল না। ইউএনও স্যার পুকুরের ইজারা নিয়ে দ্বন্দ্ব নিরসনে আমাদের দুই পক্ষকে উপজেলায় ডাকেন। সেখানে ইউএনওর উপস্থিতিতে তিন বছর মেয়াদি ৯ লাখ টাকা নির্ধারণ করা হয়। এরপর আমরা পুকুরের ইজারার টাকা নিজেরা ভাগাভাগি করে নিয়েছি। শুধু আব্দুল হান্নান তাঁর ভাগের টাকা নেননি।
‘এদিকে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ওরফে ছোয়াত ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। গত ১ জুলাই আমরা পুকুরে মাছ ছেড়েছি। ওই দিন গভীর রাতে রুকিন্দীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্নাসহ আরও ২০ জন রোয়াড় আবাসনে এসে ইদ্রিস আলীকে ঘুম থেকে ডেকে তুলে বেধড়ক লাঠিপেটা করেন। এতে ইদ্রিস আলী গুরুতর আহত হন। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’
তবে রুকিন্দীর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ওরফে মুন্না চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান মুন্না বলেন, ‘আমি কোনো চাঁদা চাইনি। বরং ইজারার টাকা থেকে পুকুরের পাড় বাঁধার জন্য দুই লাখ টাকা ইউএনও স্যারের কাছে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আবাসনের বাসিন্দারা সেটি দেননি। উল্টো ইদ্রিস আলী আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ কারণে আমরা রাতে এসে ইদ্রিস আলীকে একটু চড়-থাপ্পড় মেরেছি। এখন তিলকে তাল বানিয়ে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।’
আবাসনের অপর পক্ষের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘আমরা সাত ঘর পুকুরের ইজারা নিতে চেয়েছিলাম। কিন্তু ২৫ ঘরের বাসিন্দারা এককভাবে ৯ লাখ টাকায় পুকুরের ইজারা নিয়ে ভাগ-বাঁটোয়ারা করেছেন। পুকুরের পাড় বাঁধার দুই লাখ টাকা ইউএনও স্যারের কাছে জমা দেওয়ার শর্ত থাকলেও সেটি তাঁরা দেননি।’
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘পুকুরের ইজারা নিয়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। স্থানীয় রাজনৈতিক নেতারা সমঝোতার চেষ্টা করলেও পরে আবার বিরোধ দেখা দেয়। ইজারার টাকা থেকে পুকুরের পাড় সংস্কারের জন্য দুই লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা জমা দেননি। শুনেছি, যিনি পুকুর ইজারা নিয়েছিলেন, তিনি মাছ না ছেড়ে অন্যকে দিয়ে মাছ ছাড়িয়েছেন।’
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াড় আবাসন প্রকল্পের দশ বিঘার একটি পুকুরের ইজারা নিয়ে আবাসনের বাসিন্দারা দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন। পুকুরের ইজারা নিয়ে বিভক্ত দুটি পক্ষের এক পক্ষের অভিযোগ, বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা তাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত মঙ্গলবার (১ জুলাই) গভীর রাতে আবাসন প্রকল্পের সভাপতি ইদ্রিস আলীকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় রোয়াড় আবাসন প্রকল্পের একটি পরিত্যক্ত ঘরে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ তোলেন আবাসনের বাসিন্দারা। সংবাদ সম্মেলনে রোয়াড় আবাসন প্রকল্প সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ভুক্তভোগী ইদ্রিস আলী, সাইদুর রহমান, সাবিনাসহ অর্ধশতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, ২০০৩ সালে প্রতিষ্ঠিত রোয়াড় আবাসন প্রকল্পের পুকুরটি ৬০টি বরাদ্দ করা ঘরের মধ্যে বর্তমানে ৩২টি ঘরের বাসিন্দা ভোগদখল করছেন। পুকুরটি ছয় বছর মেয়াদে ১১ লাখ টাকায় ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া। চলতি বছরের ৫ আগস্টের পর তিনি পুকুর ছেড়ে দেন। এরপর পুকুরের ইজারা নিয়ে ৩২টি ঘরের বাসিন্দারা দুই দলে বিভক্ত হন।
আব্দুর রহিম বলেন, ‘৩২ ঘরের মধ্যে আমরা সভাপতি-সম্পাদকসহ ২৫ ঘর নিজেরাই ইজারা নিয়ে পুকুরে মাছ চাষ করার সিদ্ধান্ত নিই। আব্দুর হান্নানসহ সাত ঘরের লোকজন তাতে বাধ সাধেন। তাঁরাও পুকুরের ইজারা নিতে চান। এ নিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বিএনপির নেতারা ৯ লাখ টাকায় আমাদের পুকুরের ইজারা দেওয়ার পক্ষে মত দেন। তবে অপর পক্ষ তা মানছিল না। ইউএনও স্যার পুকুরের ইজারা নিয়ে দ্বন্দ্ব নিরসনে আমাদের দুই পক্ষকে উপজেলায় ডাকেন। সেখানে ইউএনওর উপস্থিতিতে তিন বছর মেয়াদি ৯ লাখ টাকা নির্ধারণ করা হয়। এরপর আমরা পুকুরের ইজারার টাকা নিজেরা ভাগাভাগি করে নিয়েছি। শুধু আব্দুল হান্নান তাঁর ভাগের টাকা নেননি।
‘এদিকে রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ওরফে ছোয়াত ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্না আমাদের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। গত ১ জুলাই আমরা পুকুরে মাছ ছেড়েছি। ওই দিন গভীর রাতে রুকিন্দীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন, স্বেচ্ছাসেবক দলের নেতা মুন্নাসহ আরও ২০ জন রোয়াড় আবাসনে এসে ইদ্রিস আলীকে ঘুম থেকে ডেকে তুলে বেধড়ক লাঠিপেটা করেন। এতে ইদ্রিস আলী গুরুতর আহত হন। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করেছিলাম। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।’
তবে রুকিন্দীর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান ওরফে মুন্না চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। স্বেচ্ছাসেবক দলের নেতা মাহমুদুল হাসান মুন্না বলেন, ‘আমি কোনো চাঁদা চাইনি। বরং ইজারার টাকা থেকে পুকুরের পাড় বাঁধার জন্য দুই লাখ টাকা ইউএনও স্যারের কাছে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু আবাসনের বাসিন্দারা সেটি দেননি। উল্টো ইদ্রিস আলী আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এ কারণে আমরা রাতে এসে ইদ্রিস আলীকে একটু চড়-থাপ্পড় মেরেছি। এখন তিলকে তাল বানিয়ে আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।’
আবাসনের অপর পক্ষের বাসিন্দা আব্দুল হান্নান বলেন, ‘আমরা সাত ঘর পুকুরের ইজারা নিতে চেয়েছিলাম। কিন্তু ২৫ ঘরের বাসিন্দারা এককভাবে ৯ লাখ টাকায় পুকুরের ইজারা নিয়ে ভাগ-বাঁটোয়ারা করেছেন। পুকুরের পাড় বাঁধার দুই লাখ টাকা ইউএনও স্যারের কাছে জমা দেওয়ার শর্ত থাকলেও সেটি তাঁরা দেননি।’
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, ‘পুকুরের ইজারা নিয়ে আবাসনের বাসিন্দাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছিল। স্থানীয় রাজনৈতিক নেতারা সমঝোতার চেষ্টা করলেও পরে আবার বিরোধ দেখা দেয়। ইজারার টাকা থেকে পুকুরের পাড় সংস্কারের জন্য দুই লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু তাঁরা জমা দেননি। শুনেছি, যিনি পুকুর ইজারা নিয়েছিলেন, তিনি মাছ না ছেড়ে অন্যকে দিয়ে মাছ ছাড়িয়েছেন।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে