আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ ৭৬৫ নীলসাগর আন্তনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুই ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সান্তাহার রেলজংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেন আবারও সান্তাহারে টেনে নেওয়ার পরে বেলা ৩টা ৩৫ মিনিট থেকে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্কেলপুর রেলস্টেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, নীলসাগর আন্তনগর ট্রেনের ৬৬২১ বিইপি-৩২ নম্বর ইঞ্জিন বেলা ১টা ৩০ মিনিটে বিকল হয়। ঘটনাটি ট্রেনে থাকা এক যাত্রী আক্কেলপুর স্টেশনমাস্টারকে জানান। এরপর স্টেশনমাস্টার পাকশী জোনের রেলওয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে সান্তাহার থেকে একটি লাইট ইঞ্জিন বিকল হওয়া ট্রেনকে উদ্ধার করে সান্তাহারে টেনে নিয়ে যায়।
নীলসাগর আন্তনগর ট্রেনে থাকা নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘সান্তাহার রেলস্টেশন থেকে ট্রেনটি স্বাভাবিক গতিতেই আক্কেলপুর আসতেছিল। পথে জাফরপুর রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনের গতি কমতে থাকে। এরপর একটি বাঁকে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনটি এমন একটি স্থানে আটকে যায়, যেখান থেকে বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই চরম বিপাকে পড়েছিলাম। পরে সান্তাহার থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আবার সান্তাহার রেলস্টেশনে নিয়ে যায়।’
আক্কেলপুর স্টেশনমাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘সান্তাহার থেকে নীলসাগর আন্তনগর ট্রেন আক্কেলপুর রেলস্টেশনে বেলা ১টা ৫০ মিনিটে পৌঁছার কথা ছিল। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সেটি পৌঁছেনি। এদিকে মাঝপথে ট্রেনে আটকা পড়ায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেল ২৪ ডাউন ট্রেন আক্কেলপুর স্টেশনে আটকা পড়ে। অপর দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার রেলস্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় তিন ট্রেনেরসহ স্টেশনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।’
সান্তাহার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মৌসুমী আক্তার বলেন, বিকল হওয়া নীলসাগর আন্তনগর ট্রেন উদ্ধার করে সান্তাহার রেলস্টেশনে পৌঁছার পর বেলা ৩টা ৩৫ মিনিটে রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আপ ৭৬৫ নীলসাগর আন্তনগর ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় দুই ঘণ্টা উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় সান্তাহার রেলজংশন থেকে বিকল্প একটি ইঞ্জিন এসে বিকল হওয়া ট্রেন আবারও সান্তাহারে টেনে নেওয়ার পরে বেলা ৩টা ৩৫ মিনিট থেকে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়।
আজ শনিবার বেলা ১টা ৩০ মিনিটে উপজেলার জাফরপুর রেলস্টেশনসংলগ্ন হলহেলিয়া রেলসেতুর পূর্ব পাশের মোড়ে ইঞ্জিন বিকল হয়ে ওই ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা যাত্রীরা। আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্কেলপুর রেলস্টেশনের কার্যালয় সূত্রে জানা গেছে, নীলসাগর আন্তনগর ট্রেনের ৬৬২১ বিইপি-৩২ নম্বর ইঞ্জিন বেলা ১টা ৩০ মিনিটে বিকল হয়। ঘটনাটি ট্রেনে থাকা এক যাত্রী আক্কেলপুর স্টেশনমাস্টারকে জানান। এরপর স্টেশনমাস্টার পাকশী জোনের রেলওয়ে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে সান্তাহার থেকে একটি লাইট ইঞ্জিন বিকল হওয়া ট্রেনকে উদ্ধার করে সান্তাহারে টেনে নিয়ে যায়।
নীলসাগর আন্তনগর ট্রেনে থাকা নজরুল ইসলাম নামে এক যাত্রী বলেন, ‘সান্তাহার রেলস্টেশন থেকে ট্রেনটি স্বাভাবিক গতিতেই আক্কেলপুর আসতেছিল। পথে জাফরপুর রেলস্টেশন পার হওয়ার পর ট্রেনের গতি কমতে থাকে। এরপর একটি বাঁকে গিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেনটি এমন একটি স্থানে আটকে যায়, যেখান থেকে বিকল্প কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই চরম বিপাকে পড়েছিলাম। পরে সান্তাহার থেকে একটি ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করে আবার সান্তাহার রেলস্টেশনে নিয়ে যায়।’
আক্কেলপুর স্টেশনমাস্টার তোফাজ্জল হোসেন বলেন, ‘সান্তাহার থেকে নীলসাগর আন্তনগর ট্রেন আক্কেলপুর রেলস্টেশনে বেলা ১টা ৫০ মিনিটে পৌঁছার কথা ছিল। ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সেটি পৌঁছেনি। এদিকে মাঝপথে ট্রেনে আটকা পড়ায় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেল ২৪ ডাউন ট্রেন আক্কেলপুর স্টেশনে আটকা পড়ে। অপর দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার রেলস্টেশনে আটকা পড়ে। এ ঘটনায় তিন ট্রেনেরসহ স্টেশনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।’
সান্তাহার রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মৌসুমী আক্তার বলেন, বিকল হওয়া নীলসাগর আন্তনগর ট্রেন উদ্ধার করে সান্তাহার রেলস্টেশনে পৌঁছার পর বেলা ৩টা ৩৫ মিনিটে রূপসা আন্তনগর ট্রেন সান্তাহার স্টেশন থেকে ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৭ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৭ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৭ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৭ দিন আগে