Ajker Patrika

ঝিনাইদহে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি
আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ১৯: ৫২
ঝিনাইদহে নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহের পাঁচমাইল বাজার এলাকায় নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সোহেল রানা (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি সদর উপজেলার চোরকোল গ্রামে। 

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানা-পুলিশের উপপরিদর্শক জয়ন্ত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বেলা আড়াইটার দিকে সদর উপজেলার হাটগোপালপুর বাজার থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে আসছিলেন সোহেল রানা। 

পথিমধ্যে পাঁচমাইল বাজার এলাকায় এলে সামনে থাকা একটি নছিমন সিগন্যাল না দিয়ে ডান পাশের রাস্তায় ডুকে পড়ে। তখন নিয়ন্ত্রণ হারানো নছিমনের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সোহেল রানা। সে সময় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থা বিকেলে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত