ঝিনাইদহ প্রতিনিধি
ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনাটি ঘটে।
পারভিন খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলু রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বোরকা পরিহিত নারী ব্যাংকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ঘিরে ফেলে এবং ধস্তাধস্তি করে। এ ঘটনার পর ওই নারী বারবার জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় তাঁর সঙ্গে থাকা ১১ বছরের ছেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।
জ্ঞান ফেরার পর পারভিন খাতুন বলেন, আমি ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ লাখ টাকা উঠাই। টাকা উঠানোর পর ব্যাংক থেকে বের হলে কিছু লোক আমার পথ রোধ করে আমার সঙ্গে ধস্তাধস্তি করে। এ সময় আমার প্রায় লাখ খানেক টাকা ছিনতাই হয়ে যায়।
পারভিন খাতুনের ছেলে জিহাদ জানান, সকালে আমি মায়ের সঙ্গে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়ে ৪ / ৫ জন আমাদের ঘিরে ধরে। এ সময় মায়ের ব্যাগ নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তাঁরা মায়ের ব্যাগ থেকে কিছু টাকা উঠিয়ে নেয়। আশপাশের লোকজন দৌড়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাকে নিয়ে আবার ব্যাংকে ফিরে আসি। এ সময় মা কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন।
হুমায়ন জানান, পারভিন খাতুন আমার ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আমার কাছে তাঁর ফোন নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় ব্যাংক থেকে নামার পরপর তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ খবর পেয়ে আমি ব্যাংকে চলে আসি।
এ দিকে ব্যাংকে টাকা তুলতে আসা সুফিয়া বেগম ও সেলিনা পারভীন জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরব এর কোনো নিশ্চয়তা দেখছি না। দিনদুপুরে প্রকাশ্যে এভাবে ছিনতাই মেনে নেওয়া যায় না।
সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, পারভিন খাতুন ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকে ফিরে এসে আমাদের জানান তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ কথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয়টি জানাই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, আমি থানায় নেই কাজে বাইরে আছি। ছিনতাই এর বিষয়ে আমি কিছু জানি না।
ব্যাংক থেকে টাকা তুলে রাস্তা পার হওয়ার সময় পারভিন খাতুন নামের এক নারীর কাছ থেকে লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনাটি ঘটে।
পারভিন খাতুন হরিনাকুন্ডু উপজেলার রথখোলা গ্রামের বাবলু রশিদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন বোরকা পরিহিত নারী ব্যাংকের সামনের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক এসে তাকে ঘিরে ফেলে এবং ধস্তাধস্তি করে। এ ঘটনার পর ওই নারী বারবার জ্ঞান হারিয়ে ফেলে। সে সময় তাঁর সঙ্গে থাকা ১১ বছরের ছেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে।
জ্ঞান ফেরার পর পারভিন খাতুন বলেন, আমি ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ লাখ টাকা উঠাই। টাকা উঠানোর পর ব্যাংক থেকে বের হলে কিছু লোক আমার পথ রোধ করে আমার সঙ্গে ধস্তাধস্তি করে। এ সময় আমার প্রায় লাখ খানেক টাকা ছিনতাই হয়ে যায়।
পারভিন খাতুনের ছেলে জিহাদ জানান, সকালে আমি মায়ের সঙ্গে ঝিনাইদহ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসি। পরে ব্যাংক থেকে ২ লাখ ৩ হাজার ৪শ ৬০ টাকা তুলে ব্যাংক থেকে নিচে নেমে রাস্তা পার হওয়ার সময় মুখে মাস্ক পড়ে ৪ / ৫ জন আমাদের ঘিরে ধরে। এ সময় মায়ের ব্যাগ নিয়ে টানাটানি করে। একপর্যায়ে তাঁরা মায়ের ব্যাগ থেকে কিছু টাকা উঠিয়ে নেয়। আশপাশের লোকজন দৌড়ে আসলে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় মাকে নিয়ে আবার ব্যাংকে ফিরে আসি। এ সময় মা কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেন।
হুমায়ন জানান, পারভিন খাতুন আমার ছোট ভাইয়ের স্ত্রী। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। আমার কাছে তাঁর ফোন নম্বর থেকে একটি ফোন আসে। ফোনে আমাকে জানানো হয় ব্যাংক থেকে নামার পরপর তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ খবর পেয়ে আমি ব্যাংকে চলে আসি।
এ দিকে ব্যাংকে টাকা তুলতে আসা সুফিয়া বেগম ও সেলিনা পারভীন জানান, ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরব এর কোনো নিশ্চয়তা দেখছি না। দিনদুপুরে প্রকাশ্যে এভাবে ছিনতাই মেনে নেওয়া যায় না।
সোনালী ব্যাংক ঝিনাইদহ শাখার ম্যানেজার জাকির হোসেন জানান, পারভিন খাতুন ১১টার দিকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তিনি আবার ব্যাংকে ফিরে এসে আমাদের জানান তাঁর কাছ থেকে টাকা ছিনতাই হয়েছে। এ কথা বলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে ব্যাংকের একটি রুমে রেখে আমরা পুলিশকে বিষয়টি জানাই।
ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা জানান, আমি থানায় নেই কাজে বাইরে আছি। ছিনতাই এর বিষয়ে আমি কিছু জানি না।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
২৪ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
২৪ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
২৪ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
২৪ দিন আগে