ঝিনাইদহ প্রতিনিধি
পরিবারের সচ্ছলতা ফিরাতে প্রায় ১৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস। এরই মাঝে কয়েকবার ছুটিতে দেশে আসেন তাঁরা। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসেন। আর তাইতে গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন এই তিন ভাই।
ব্যতিক্রম এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার গড়িয়ালা গ্রামে। আজ বুধবার দুপুর ২টার দিকে ওই তিন ভাই হেলিকপ্টারে চড়ে গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এ সময় প্রবাসী তিন ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী।
এর আগে সৌদি আরব থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা।
স্থানীয়রা জানান, মরুর দেশ সৌদি আরবে থাকা অবস্থায় ওই তিন ভাই কয়েকবার বাড়িতে এসেছেন। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসেন। প্রবাসে থাকলেও শৈশব-কৈশোরে বেড়ে ওঠা গ্রামের প্রিয় মানুষের কথা ভুলে যাননি তাঁরা। সময় পেলেই গ্রামের মানুষের খোঁজ রাখতেন। সাধ্য অনুযায়ী সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহযোগিতা করতেন। দীর্ঘদিন পর তাঁরা গ্রামে আসছেন। গ্রামের মানুষের চমকে দিতেই তাঁরা হেলিকপ্টারে চড়ে আসেন। আজ দুপুরে তাঁরা গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। তাঁদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।
তাদের দেখতে আসা স্থানীয় বসির উদ্দীন বলেন, ওরা তিন ভাই খুব ভালো মানুষ। গ্রামের কেউ বিপদ আপদে তাদের সরনাপন্নহলে সাধ্য মতো চেষ্টা করে। তারা হেলিকপ্টারে আসছেন সংবাদে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে।
সৌদি থেকে আসা প্রতিবেশী হযরত আলী বলেন, ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ভাড়া করে তারা এসেছেন।
সৌদি ফেরত হারুন বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন বাইরে রয়েছি। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়দের দাবির কারণে হেলিকপ্টার ভাড়া করি। এ ছাড়া পথে নানা ধকলের কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হেলিকপ্টারে আসা। এটা অনেকটা বিনোদনই বলা যায়।’
পরিবারের সচ্ছলতা ফিরাতে প্রায় ১৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান হারুন বিশ্বাস, সাব্বির বিশ্বাস ও সালমান বিশ্বাস। এরই মাঝে কয়েকবার ছুটিতে দেশে আসেন তাঁরা। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে বাড়িতে আসেন। আর তাইতে গ্রামবাসীর আবদার রাখতে হেলিকপ্টারে চড়ে বাড়িতে এলেন এই তিন ভাই।
ব্যতিক্রম এ ঘটনা ঘটেছে ঝিনাইদহের সদর উপজেলার গড়িয়ালা গ্রামে। আজ বুধবার দুপুর ২টার দিকে ওই তিন ভাই হেলিকপ্টারে চড়ে গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। এ সময় প্রবাসী তিন ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গ্রামবাসী।
এর আগে সৌদি আরব থেকে বিমানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা।
স্থানীয়রা জানান, মরুর দেশ সৌদি আরবে থাকা অবস্থায় ওই তিন ভাই কয়েকবার বাড়িতে এসেছেন। কিন্তু গ্রামের মানুষের দাবি ছিল, তাঁরা যেন একদিন হেলিকপ্টারে চড়ে গ্রামে আসেন। প্রবাসে থাকলেও শৈশব-কৈশোরে বেড়ে ওঠা গ্রামের প্রিয় মানুষের কথা ভুলে যাননি তাঁরা। সময় পেলেই গ্রামের মানুষের খোঁজ রাখতেন। সাধ্য অনুযায়ী সামাজিক প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের সহযোগিতা করতেন। দীর্ঘদিন পর তাঁরা গ্রামে আসছেন। গ্রামের মানুষের চমকে দিতেই তাঁরা হেলিকপ্টারে চড়ে আসেন। আজ দুপুরে তাঁরা গড়িয়ালা গ্রামের মাঠে নামেন। তাঁদের দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।
তাদের দেখতে আসা স্থানীয় বসির উদ্দীন বলেন, ওরা তিন ভাই খুব ভালো মানুষ। গ্রামের কেউ বিপদ আপদে তাদের সরনাপন্নহলে সাধ্য মতো চেষ্টা করে। তারা হেলিকপ্টারে আসছেন সংবাদে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে।
সৌদি থেকে আসা প্রতিবেশী হযরত আলী বলেন, ১ লাখ ২০ হাজার টাকা খরচ করে একটি প্রতিষ্ঠানের হেলিকপ্টার ভাড়া করে তারা এসেছেন।
সৌদি ফেরত হারুন বিশ্বাস বলেন, ‘দীর্ঘদিন বাইরে রয়েছি। গ্রামের প্রতিবেশী ও আত্মীয়দের দাবির কারণে হেলিকপ্টার ভাড়া করি। এ ছাড়া পথে নানা ধকলের কথা চিন্তা করে তাড়াতাড়ি বাড়ি ফিরতেই হেলিকপ্টারে আসা। এটা অনেকটা বিনোদনই বলা যায়।’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন বিএনপি নেতা। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগে গাজীপুর আদালতে এ মামলা করেছেন তিনি।
১৮ দিন আগেলক্ষ্মীপুরে রামগতিতে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ফারুক হোসেন (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন দুজন। এখনো চিকিৎসাধীন অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।
১৮ দিন আগেদুই বছর আগে ফেনী পৌরসভার সুমাইয়া হোসেন আনিকা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইনের প্রশিক্ষণ নিয়েছিলেন। এরপর বিভিন্ন অনলাইন প্রতিষ্ঠানে চাকরির চেষ্টা করেও সফল হননি। এখন স্বামীর অনলাইন ব্যবসা দেখাশোনা করছেন। আনিকা বলেন, ‘প্রশিক্ষণ পেয়েছি, কিন্তু কাজের সুযোগ খুবই কম।’ আনিকার
১৮ দিন আগেচট্টগ্রাম বন্দরে আন্দোলন দমাতে টাকা দাবির ভিডিও ভাইরালের পর এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তাঁর লিখিত ব্যাখা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দলকে জানানো কথা বলা হয়েছে।
১৮ দিন আগে