Ajker Patrika

যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৯: ০০
যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ সদর (ঝিনাইদহ): ঝিনাইদহ সদরের গোপীনাথপুর এলাকায় বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক পান ব্যবসায়ী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তিনি সদরের হলিধানী গ্রামের বাসিন্দা। ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সুমন আলী জানান, সকালে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে পান ব্যবসায়ী জাহাঙ্গীর ও অপর একজন ঝিনাইদহ শহরে আসছিল। পথিমধ্যে গোপীনাথপুর নামক স্থানে পৌঁছালে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী জে আর পরিবহনের একটি নৈশ কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় জাহাঙ্গীর আলম। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করেছে।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সোহাগ জানান, গোপীনাথপুর এলাকায় জে আর পরিবহন ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি কিছুটা আঘাত প্রাপ্ত হয়। আমরা বাসটি আটক করেছি তবে ড্রাইভার পলাতক। বর্তমানে বাস ও মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত